মানিকছড়ি সংবাদদাতা:- খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলাধীণ ৩নং যোগ্যাছোলা ইউনিয়ন পরিষদ’র নবনির্বাচিত চেয়ারম্যান ও অন্যান্য সদস্যরা শপথ গ্রহণ করেছেন। ১৩ আগস্ট রবিবার সকালে বিনাপ্রতিদ্বন্দিতায় নির্বাচিত ৩নং যোগ্যাছোলা ইউপি চেয়ারম্যান আবদুল মতিন’কে শপথ বাক্য পাঠ করান খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান। এতে স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক নাজমুন আরা সুলতানা উপস্থিত ছিলেন। অন্যদিকে বিকেলে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ৩জন সংরক্ষিত আসনের সদস্য ও ৯জন সাধরাণ আসনের সদস্যদের শপথ বাক্য পাঠ করান মানিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার রক্তিম চৌধুরী। এ সময় উপজেলা চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন উপস্থিত ছিলেন। পৃথক অনুষ্ঠানে স্থানীয় সরকার আইন অনুযায়ী চেয়ারম্যান-মেম্বারদের উপর অর্পিত দায়িত্ব যথাযথ পালনের নির্দেশনা প্রদান করেন জেলা প্রশাসক মো. সহিদুজ্জান ও মানিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার রক্তিম চৌধুরী। নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যরাও তাদের দায়িত্ব পালনের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
শপথবাক্য পাঠ শেষে ৩নং যোগ্যাছোলা ইউপি চেয়ারম্যান আবদুল মতিন বলেন, স্থানীয় জনগণের ভালোবাসায় আমি বিনাপ্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছি। জনগণ আমার উপর আস্থা রেখেছে, আর আমিও আমার উপর অর্পিত দায়িত্ব যথাযথ পালনের চেষ্টা করে যাব। চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হওয়ার আগেও যেমন জনগণের পাশ ছিলাম আগামীতেও অসহায় হতদরিদ্র জনগোষ্ঠির জীবন মানোন্নয়নে কাজ করে যাব। বিশেষ করে দুর্গম জনপদের যেসব এলাকায় এখনও বিদ্যুতের আলো পৌছেনি সেসব এলাকাতে বিদ্যুৎ পৌছে দেয়াই হবে আমার প্রথম কাজ। সেই সাথে সরকারি সকল সুযোগ-সুবিধা জাতি, ধর্ম, বর্ণ ভূলে সকলকে সমহারে বন্টন করব। পাশাপাশি বাল্যবিবাহ, মাদক ও শিক্ষার মানোন্নয়নের মাধ্যমে অন্যান্য সকল সদস্যদের নিয়ে ৩নং যোগ্যাছোলা ইউনিয়ন পরিষদকে একটি স্মার্ট ইউনিয়ন পরিষদ হিসেবে গঠনেরও প্রতিশ্রুতি দেন তিনি। উল্লেখ্য, চলতি বছরের গত ১৭ জুলাই মানিকছড়ির ৩নং যোগ্যাছোলা ইউপি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
আপনার মতামত লিখুন :