মানিকছড়িতে বিদেশী মদসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার


admin প্রকাশের সময় : ফেব্রুয়ারি ৮, ২০২৪, ৯:৪০ অপরাহ্ন /
মানিকছড়িতে বিদেশী মদসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

 

মানিকছড়ি সংবাদদাতা:- খাগড়াছড়ির মানিকছড়িতে ১৬ বোতল বিদেশী মদসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ৭ ফেব্রুয়ারি বুধবার দুপুর ২টার দিকে উপজেলার খাগড়াছড়ি-চট্টগ্রাম আঞ্চলিক সড়কের গরমছড়ি সাইনবোর্ড এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা চট্টগ্রাম জেলার বাশখালী উপজেলাধীন বানীগ্রাম এলাকার মাহবুবুর রহমানের ছেলে সাজ্জাদুর রহমান আশিক(২১) ও একই এলাকার মৃত মো. হাবিবের ছেলে মো. জুয়েল (২২)।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মানিকছড়ি থানার ওসি মোহাম্মদ ইকবাল উদ্দিন জানান, গ্রেপ্তারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।