মানিকছড়ি সংবাদদাতা:- জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০২৩ পালন উপলক্ষে মানিকছড়ি উপজেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ১৪ আগস্ট সোমবার সকালে উপজেলা রিসোর্স সেন্টারে উপজেলার সকল স্কুল-কলেজ ও তদুর্ধ পর্যায়ের শিক্ষার্থীদের অংশ গ্রহণে ক-বিভাগের কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে দুপুরে উপজেলায় কর্মরত সকল দপ্তরে কর্মরত কর্মকর্তা-কর্মচারী ও সাধারণ জনগণের অংশ গ্রহণে খ-বিভাগের কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এতে উপজেলা নির্বাহী অফিসার রক্তিম চৌধুরীসহ অন্যান্য দপ্তর প্রধানগণ উপস্থিত ছিলেন। অংশগ্রহণকারীদের ১৫ আগস্টের সভায় পুরস্কৃত করা হবে।
ভিন্ন ধর্মী আয়োজনের কথা জানতে চাইলে উপজেলা নির্বাহী অফিসার রক্তিম চৌধুরী বলেন, আমরা বিভিন্ন সভা-সেমিনারে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে নানা আলোচনা করে থাকি। কিন্তু বঙ্গবন্ধুর সম্পর্কে বর্তমান প্রজন্ম কিংবা বিভিন্ন শ্রেণি পেশার মানুষ এখনও অনেক কিছুই জানেনা। কেননা তার আত্মজীবনী পড়েনি। আর তার আত্মজীবনী না পড়লে তার সম্পর্কে জানাও সম্ভব না। তাই কুইজ প্রতিযোগিতার মাধ্যমে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী পড়ে এবং তার সম্পর্কে সঠিক তথ্য জানাতেই আমাদের এ আয়োজন। আশা করি যারা অংশগ্রহণ করেছে সকলেই কিছু না কিছু জানতে পেরেছে এবং শিখেছে।
আপনার মতামত লিখুন :