মানিকছড়ি সংবাদদাতা:- খাগড়াছড়ির মানিকছড়িতে অবৈধ মাদকদ্রব্য দেশীয় তৈরি ৫১ লিটার চোলাই মদসহ দুজনকে আটক করেছে পুলিশ। ৮অক্টোবর রবিবার বিকেল সাড়ে ৪টায় উপজেলাধীন খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কের জামতলা এলাকায় চেকপোস্ট বসিয়ে ৫১ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ পার্শ্ববর্তী গুইমারা উপজেলাধীন সিন্দুকছড়ি এলাকার ডানপ্রু মারমা রেশমী (২৭) ও মানিকছড়ি উপজেলাধীন একসত্যাপাড়া এলাকার মো. মোক্তার হোসেন (২৫) নামের দুজনকে আটক করা হয়।
পুলিশ জানায়, মানিকছড়ি থানার এসআই সুমন কান্তি দে সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার মহামুনি এলাকায় ডিউটিকালীন সময়ে জানতে পারেন যে, একটি সিএনজি যোগে দুজন ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য দেশীয় তৈরী চোলাইমদ নিয়ে খাগড়াছড়ি থেকে চট্রগ্রামের উদ্দেশ্যে রওনা করেছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার জামতল এলাকার মদিনা বিরিয়ানি হাউজের সামনে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালিয়ে ৫১ লিটার অবৈধ মাদকদ্রব্য দেশীয় তৈরি চোলাই মদসহ দুজনকে আটক করে। সেই সাথে একটি সিএনজি জব্দ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করে মানিকছড়ি থানার ওসি মো. আনচারুল করিম জানান,আকটকৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং যথাসময়ে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইবে।
আপনার মতামত লিখুন :