মানিকছড়ি সংবাদদাতা:- মানিকছড়ি উপজেলার ১৮০টি গরিব, অসহায়, দুঃস্থ ও প্রতিবন্ধী পরিবার ও কলেজে অধ্যায়নরত ১৫৯ জন মেধাবী, গরিব ও প্রতিবন্ধী শিক্ষার্থীর মাঝে বাংলাদেশ জাতীয় সমাজ কল্যাণ তহবিল হতে প্রাপ্ত অনুদানের নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
৯ অক্টোবর সোমবার সকালে উপজেলা টাউন হলে উপজেলা নির্বাহী অফিসার রক্তিম চৌধুরীর সভাপতিত্বে ও সমাজসেবা কর্মকর্তা মো. মুরাদ হোসেন’র সঞ্চালনায় অনুদান বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলার ভারপ্রাপ্ত উপপরিচালক মো. জসিম উদ্দিন, সহকারি কমিশনার (ভূমি) শাহীনা নাছরিন, কৃষি কর্মকর্তা মো. কামরুল হাসানসহ বিভিন্ন দপ্তর প্রধান ও ইউপি চেয়ারম্যানগণ । এ সময় প্রাপ্ত অর্থের অনূকুলে সর্বমোট ৩৩৯জনকে ৬লাখ ৭৮ হাজার টাকা প্রদান করা হয়।
আপনার মতামত লিখুন :