মানিকছড়ি সংবাদদাতা:- খাগড়াছড়ির মানিকছড়িতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে মো. আকতার হোসেন (২৪) নামের এক অবৈধ বালু উত্তোলনকারীর কাছ থেকে ৫০ হাজার টাকা অর্থদন্ড আদায় করা হয়েছে। ৮ অক্টোবর রবিবার দুপুরে উপজেলার গোরখানা এলাকায় উক্ত মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহীনা নাছরিন।
এ সময় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে উপজেলার বড়বিল এলাকার মো. আকতার হোসেনকে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০০৯ এর ১১ ধারার অপরাধে শাস্তির আওতায় এনে ৫০ হাজার টাকা অর্থদন্ড আদায় করা হয়। অবৈধ বালু উত্তোলন বন্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যহত থাকবে বলে জানিয়েছেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহীনা নাছরিন।
আপনার মতামত লিখুন :