মাটিরাঙ্গা জোনের উদ্যেগে দুর্গম শিশকবাড়ী আর্মি ক্যাম্প এলাকায় বিনামূল্যে স্বাস্থ্য সেবা প্রদান


admin প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৫, ২০২৩, ২:১৩ অপরাহ্ন /
মাটিরাঙ্গা জোনের উদ্যেগে দুর্গম শিশকবাড়ী আর্মি ক্যাম্প এলাকায় বিনামূল্যে স্বাস্থ্য সেবা প্রদান

 

মো: আরিফুল ইসলাম : শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের লক্ষে কাজ করে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর মাটিরাঙ্গা জোন। সন্ত্রাস দমনের পাশাপাশি মানব কল্যাণ কাজের অংশ হিসেবে বাংলাদেশ সেনাবাহিনীর ১৫ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি মাটিরাঙ্গা জোনের উদ্যেগে প্রত্যন্ত অঞ্চলের চিকিৎসা সেবা বঞ্চিত হত-দরিদ্র ও দুস্থ প্রায় পাঁচ শতাধিক পাহাড়ি-বাঙ্গালীর মাঝে বিনামুল্যে স্বাস্থ্য সেবা প্রদান ও ঔষধ বিতরণ করা হয়েছে।
১৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে মাটিরাঙ্গা জোন আওতাধীন শিশকবাড়ী আর্মি ক্যাম্প এলাকায় গকুলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বিনামূল্যে স্বাস্থ্য সেবা প্রদান করেন, মাটিরাঙ্গা জোনের মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন সাইফুজ্জামান সায়ক।
এসময় মাটিরাঙ্গা জোনের মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন সাইফুজ্জামান সায়ক বলেন, বাংলাদেশ সেনাবাহিনী দুর্গম এলাকায় দায়িত্বে থাকার সময় দেখেন, প্রত্যন্ত অঞ্চলে বসবাস করার কারনে অনেক হত-দরিদ্র মানুষ সরকারি চিকিৎসা সেবা থেকে বঞ্চিত। তাই মানবিক কারণে আমরা তাদের দৌড়গড়ায় স্বাস্থ্য সেবা পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। ভবিষ্যতেও এধারা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।
এসময় মেডিকেল সহকারী কর্পোরাল মো: এম এ শামিম সহ সেনাবাহিনীর বিভিন্ন পদস্থ কর্মকর্তা ও সুবিধাভোগী রোগীরা উপস্থিত ছিলেন। মাটিরাঙ্গা জোনের মানবিক কর্মকান্ডকে সাধুবাদ জানান স্থানীয়রা। মাটিরাঙ্গা জোন কর্তৃক এ ধরনের মানবেতর কার্যক্রম ইতিবাচক সাড়া ফেলে স্থানীয় জনসাধারণের মাঝে, বিনামূল্যে চিকিৎসা সেবা পেয়ে আবেগ আপ্লূত হয়ে বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি দোয়া শ্রদ্ধা জ্ঞাপন করেন সুবিধাভোগীরা।