মাটিরাঙ্গা গোমতি তাকারমনি পাড়ায় কালী মন্দির নির্মাণে পার্বত্য প্রেসক্লাবের  ঢেউটিন উপহার


admin প্রকাশের সময় : আগস্ট ১৮, ২০২৩, ১১:৫৩ পূর্বাহ্ন /
 মাটিরাঙ্গা গোমতি তাকারমনি পাড়ায় কালী মন্দির নির্মাণে পার্বত্য প্রেসক্লাবের  ঢেউটিন উপহার
বিশেষ প্রতিনিধি : মাটিরাঙ্গা উপজেলাধীন গোমতি ইউনিয়নের তাকারমনি পাড়ায় কালী মন্দিরটি দীর্ঘ বছ যাবৎ জরাজীর্ণ অবস্থায় রয়েছে। মন্দির পরিচালনার দায়িত্বে নিয়োজিত মতিন মোহন ত্রিপুরা বলেন,  অনেক বছর আগে এলাকাবাসীর উদ্যােগে মন্দিরটি তৈরি করা হয়। মন্দির প্রতিষ্ঠা পর থেকে সনাতন রীতিনীতি অনুযায়ী পূজাপার্বন চলমান রয়েছে। কিন্তু মন্দিরটি জরাজীর্ণ হওয়াতে পূজাপার্বন করতে বর্তমানে ব্যাঘাত ঘটছে। এমনকি টাকার অভাবে মন্দিরটি  পুনঃনির্মান অথবা মেরামত করতে পারিনি। বিষয়টি খাগড়াছড়ির পার্বত্য প্রেস ক্লাব নেতৃবৃন্দকে অবগত করলে পার্বত্য প্রেস ক্লাবের পক্ষে জ্যােতি ত্রিপুরা  মন্দির পুনঃনির্মাণের জন্য ঢেউটিন প্রদান করেন ।