মো: আরিফুল ইসলাম : মাটিরাঙ্গা উপজেলা পরিষদের সর্বপ্রথম চেয়ারম্যান মো: আবুল হোসেন আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর।
জানা যায়, মো: আবুল হোসেন মঙ্গলবার রাত ২:৩০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে মৃত্যুবরণ করেন। পারিবারিক সুত্রে জানান, হার্ট স্ট্রোক জনিত কারণে তিনি মারা গেছেন। মৃত্যুকালে তিনি ৩ ছেলে, ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুম মো: আবুল হোসেন ১৯৮৬ সালে জাতীয় পার্টি থেকে মাটিরাঙ্গা উপজেলা পরিষদের সর্বপ্রথম চেয়ারম্যান ছিলেন। উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্বকালে সবসময় সততার সাথে তিনি দায়িত্ব পালন করায় এলাকার সবার কাছে সমাদৃত ছিলেন। মঙ্গলবার বাদ জোহরের নামাজের পরে মরহুমের জানাযা নামাজ অনুষ্ঠিত হবে।
আপনার মতামত লিখুন :