মাটিরাঙ্গায় সেনাবাহিনীর উদ্যোগে অসহায় ও দুঃস্থদের মাঝে বিশেষ মানবিক সহায়তা প্রদান


admin প্রকাশের সময় : জানুয়ারি ১৪, ২০২৫, ৯:৪৬ অপরাহ্ন / ০ Views
মাটিরাঙ্গায় সেনাবাহিনীর উদ্যোগে অসহায় ও দুঃস্থদের মাঝে বিশেষ মানবিক সহায়তা প্রদান

ডেস্ক রিপোর্টঃ

 

আজ, মঙ্গলবার (১৪ জানুয়ারি ২০২৫) মাটিরাঙ্গা সেনা জোন (১৫ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি) এর ততত্ত্বাবধানে মাটিরাঙ্গা সেনা জোনের দায়িত্বপূর্ণ এলাকায় অসহায় ও দুঃস্থ জনগনের মাঝে বিশেষ মানবিক সহায়তা, ক্রীড়া প্রতিযোগীতার জন্য নগদ আর্থিক সহায়তা ও বিনামুল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।

 

মাটিরাঙ্গা জোনের জোন কমান্ডার এবং নবাগত জোন কমান্ডারের উপস্থিতিতে নিজস্ব দায়িত্বপূর্ণ এলাকায় এসব সহায়তা সাধারণ মানুষের মাঝে বিতরণ করা হয়। এসময় আরও উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা জোনের উপ অধিনায়ক এবং অন্যান্য পদবীর সদস্যবৃন্দ।

 

বিশেষ মানবিক সহায়তার অংশ হিসেবে শীতার্তদের মাঝে ১০০টি কম্বল, শর্টপিচ ক্রিকেট টুর্ণামেন্টের জন্য ১০ হাজার টাকা, ৫০ টি জার্সি, কাঁঠালবাগান জামে মসজিদের জন্য কার্পেট এবং মাটিরাঙ্গা থিয়েটারে সেলাইমেশিন, কম্পিউটার, নৃত্য ও সংগীত প্রশিক্ষনার্থীদের জন্য ২০ হাজার টাকা পুরস্কার প্রদান করা হয়।

 

একইদিন মাটিরাঙ্গা জোনের আওতাধীন ওয়াছু প্রকল্প সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে চিকিৎসা বঞ্চিত জনসাধারণের মাঝে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করে মাটিরাঙ্গা সেনা জোন। মাটিরাঙ্গা জোনের মেডিকেল অফিসারের নেতৃত্বে দিনব্যাপী চিকিৎসা সেবা ক্যাম্পে ৬৪০ জন পাহাড়ি বাঙালির মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করা হয়।

 

এ বিষয়ে মাটিরাঙ্গা জোন কমান্ডার বলেন, এই অঞ্চলের পাহাড়ি এবং বাঙালিদের মাঝে অত্যন্ত সোহার্দ্যপূর্ণ সহাবস্থান ও সু-সসম্পর্ক বিদ্যমান রয়েছে। এই সম্পর্ক বজায় রাখার আহবান জানিয়ে তিনি বলেন, বাংলাদেশ সেনাবাহিনী শুরু থেকে বিভিন্ন মানবেতর চাহিদা পরিপূরণের মাধ্যমে মানুষের পাশে আছে। আগামীতেও এ ধারা অব্যহত থাকবে বলে জানান তিনি।

 

মাটিরাঙ্গা জোনের দায়িত্বপূর্ণ এলাকায় সেনাবাহিনীর মানবিক কার্যক্রম ইতিবাচক সাড়া ফেলেছে। বিনামুল্যে চিকিৎসা সেবা ও ঔষধ পাওয়া উপকারভোগিরা মাটিরাঙ্গা সেনা জোনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সেনাবাহিনীর সাফল‌্য কামনা করেন।