মাটিরাঙ্গায় বেগম রোকেয়া দিবস উদযাপন


admin প্রকাশের সময় : ডিসেম্বর ৯, ২০২৪, ৬:১৯ অপরাহ্ন /
মাটিরাঙ্গায় বেগম রোকেয়া দিবস উদযাপন

প্রতিনিধি: “নারী কন্যার সুরক্ষা করি, সহিংসতামুক্ত বিশ্ব গড়ি” এই প্রতিপাদ্য নিয়ে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বেগম রোকেয়া দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

৯ ডিসেম্বর সোমবার সকাল সাড়ে ৯টায় মাটিরাঙ্গা উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এবং জাতীয় মহিলা সংস্থার সহযোগিতায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মাটিরাঙ্গা উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভার মাধ্যমে সমাপ্ত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ওবায়দুল হক। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মনজুর আলম।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আশরাফুল আলম সিরাজী, যুব উন্নয়ন কর্মকর্তা শেখ আশরাফ উদ্দিন, আইসিটি অফিসার রাজীব রায় চৌধুরী, মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার শরিফুল ইসলাম বিদ্যুৎ, ইন্সট্রাক্টর আজগর হোসেন, ফায়ার সার্ভিস কর্মকর্তা মো. হারুন, দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. মানিক মিয়া ও সাধারণ সম্পাদক আশরাফ উদ্দিন খন্দকার। এছাড়াও বিভিন্ন বিভাগের কর্মকর্তা, সাংবাদিক, জাতীয় মহিলা সংস্থার প্রশিক্ষণার্থী, প্রশিক্ষক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, বেগম রোকেয়ার আদর্শ ও উদ্যোগ আজও আমাদের নারীর উন্নয়ন ও ক্ষমতায়নে অনুপ্রাণিত করে। প্রাতিষ্ঠানিক শিক্ষার মাধ্যমে নারীদের উপযুক্ত করে গড়ে তোলা অপরিহার্য। বেগম রোকেয়ার চিন্তাধারা নারীদের সামনের দিকে এগিয়ে যেতে আলোকবর্তিকার ভূমিকা পালন করছে।

প্রধান অতিথি মনজুর আলম বলেন, বেগম রোকেয়া বাঙালি সমাজের শৃঙ্খল ভেঙে নারীদের শিক্ষার আলো ছড়িয়ে দিয়েছিলেন। তিনি সমাজে নারীর প্রতি অবমাননা, বাল্যবিয়ে এবং বহুবিয়ে প্রথার বিরুদ্ধে কলম চালিয়ে সোচ্চার ভূমিকা পালন করেন। তার উদ্যোগ ও আদর্শ নারীর ক্ষমতায়নের পথে অগ্রগতির অনুপ্রেরণা হিসেবে কাজ করছে।