মাটিরাঙ্গার ব্যাঙমারায় বাস ও চাদের গাড়ির সংঘর্ষে নিহত-১


admin প্রকাশের সময় : অক্টোবর ২৪, ২০২৩, ৩:৩০ অপরাহ্ন /
মাটিরাঙ্গার ব্যাঙমারায় বাস ও চাদের গাড়ির সংঘর্ষে নিহত-১

প্রতিনিধি:: খাগড়াছড়ির মাটিরাঙ্গায় যাত্রীবাহী শান্তি পরিবহন বাস ও কলা বোঝাই চাঁদের গাড়ির মুখোমুখি সংঘর্ষে মো: ইব্রাহীম (৪৫) নামের একজনের মৃত্যু হয়েছে। নিহত ইব্রাহীম খাগড়াছড়ির ভাইবোনছড়া এলাকার প্রয়াত আমির হামজার ছেলে বলে জানা যায়। এ ঘটনায় আহত হয়েছে আরো অন্তত ৭ জন যাত্রী। ২৪ অক্টোবর মঙ্গলবার ভোরে মাটিরাঙা উপজেলার ব্যাঙমারায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা নাইট কোচ শান্তি পরিবহন (ঢাকা মেট্টো-ব ১১-৩৫৯৪) ও খাগড়াছড়ি থেকে ছেড়ে আসা কলা বোঝাই চাঁদের গাড়ি (ঢাকা-গ-৮৯৩৩) মাটিরাঙার ব্যাঙমারা এলাকায় পৌঁছলে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে চাদের গাড়ির চালকসহ প্রায় ৭ যাত্রী আহত হয়।

আহতদের উদ্ধার করে খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের নাম পরিচয় পাওয়া না গেলেও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মো: ইব্রাহীম (৪৫) এর মৃত্যু হয়।

এ ঘটনায় ধুমড়ে মুছড়ে যায় চাঁদের গাড়ি এবং শান্তি পরিবহনের এক পাশের অংশ ক্ষতিগ্রস্ত হয়। দূর্ঘটনার পর পলাতক রয়েছে শান্তি পরিহনের চালক। এ সময় খাগড়াছড়ি-চট্টগ্রম আঞ্চলিক মহাসড়ক ব্যাঙমারা এলাকায় সড়কের উভয় দিকে যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে মাটিরাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে যান চলাচল স্বাভাবিক করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মাটিরাঙ্গা থানার ওসি মো: জাকারিয়া বলেন, শুনেছি চাদের গাড়ি চালকসহ কয়েকজন আহত হয়েছে। আমরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আহতের উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।