মাটিরাঙ্গায় সহিংসতা ও ভাংচুরের ঘটনায় বিএনপির ৮ সদস্য গ্রেফতার


admin প্রকাশের সময় : নভেম্বর ৩০, ২০২৩, ৮:৫২ অপরাহ্ন /
মাটিরাঙ্গায় সহিংসতা ও ভাংচুরের ঘটনায় বিএনপির ৮ সদস্য গ্রেফতার

 

মাটিরাঙ্গা প্রতিনিধি: মাটিরাঙ্গায় সহিংসতা ও ভাংচুরের ঘটনায় বিএনপির ৮ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। ৩০ নভেম্বর বৃহস্পতিবার ভোরে মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ বদিউল আলম বদির অনুসারি বিএনপি, ছাত্রদল ও যুব দলের সক্রিয় সদস্যগণ মাটিরাঙ্গা থানাধীন পৌরসভার ৯নং ওয়ার্ড বাইল্যাছড়ি ছাগলনাইয়া পাড়াস্থ জনৈক নাছিরের দোকান হইতে অনুমান ৩০ গজ উত্তর দিকে পাঁকা রাস্তার উপরে ১টি যাত্রিবাহী পরিবহণ বাস ও ১টি মাহিন্দ্রা গাড়ির সামনের গ্লাস ভাংচুর করে। উক্ত ভাংচুরের ঘটনায় ১ জন নিরীহ যাত্রী গুরুত্বর আহত হন। উক্ত ঘটনার সংবাদ পেয়ে মাটিরাঙ্গা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌছালে বিএনপি, ছাত্রদল ও যুব দলের উপস্থিত নেতাকর্মীরা আত্মগোপনের চেষ্টাকালে মাটিরাঙ্গা থানাধীন বিভিন্ন স্থান থেকে আটজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতাকরকৃতরা হলেন, ১। তাইন্দং ইউনিয়নের ৯নং ওয়ার্ড ছাত্রদলের সক্রিয় সদস্য মোঃ শরীফ হোসেন (২৫), পিতা-মৃত জাহাঙ্গীর আলম, মাতা-নিলুফা বেগম, সাং-মুসলিমপাড়া, ০৯নং ওয়ার্ড, ০১নং তাইন্দং ইউপি, ২। তাইন্দং ইউনিয়নের ০২নং ওয়ার্ড যুবদলের সক্রিয় সদস্য মোঃ রমজান আলী (২৮), পিতা-মৃত খলিল মিয়া, মাতা-রাবেয়া খাতুন, সাং-মধ্যম আচালং (ডিপি পাড়া), ০২নং ওয়ার্ড, ০১নং তাইন্দং ইউপি, ৩। তাইন্দং ইউনিয়নের ০২নং ওয়ার্ড যুবদলের সক্রিয় সদস্য মোঃ সাদ্দাম হোসেন (২৯), পিতা-মোঃ আঃ গফুর, মাতা-নুর জাহান বেগম, সাং-মধ্যম আচালং (ডিপি পাড়া), ০২নং ওয়ার্ড, ০১নং তাইন্দং ইউপি, ৪। ৪নং তাইন্দং ইউপির বিএনপির সক্রিয় সদস্য মোঃ শিহাব উদ্দিন শিহাব (৩৩), পিতা-মৃত আঃ সোবহান, মাতা-মাহফুজা আক্তার, সাং-মধ্যম আচালং (ডিপি পাড়া), ০২নং ওয়ার্ড, ০১নং তাইন্দং ইউপি, ৫। গোমতী ইউনিয়নের ০৮নং ওয়ার্ড যুবদলের সক্রিয় সদস্য আব্দুল্লাহ আল মামুন (৩১), পিতা-মোঃ আবুল কাশেম, মাতা-জোছনা বেগম, সাং-বান্দরছড়া, ০৮নং ওয়ার্ড, ০৪নং গোমতী ইউপি, ৬। তাইন্দং ইউনিয়নের ০৮নং ওয়ার্ড যুবদলের সক্রিয় সদস্য মোঃ মোস্তফা কামাল (৪২), পিতা-মোঃ আলী আকবর, মাতা-মৃত শামলা বেগম, সাং-বাজারটিলা, ০৮নং ওয়ার্ড, ০১নং তাইন্দং ইউপি, ৭। গোমতী ইউনিয়নের ০৬নং ওয়ার্ড যুবদলের সক্রিয় মোঃ হানিফুল ইসলাম (২৩), পিতা-মোঃ সুলতান মিয়া, সাং-হাসিনা বেগম, সাং-বাহাদুর সর্দারপাড়া, ০৬নং ওয়ার্ড, ০৪নং গোমতী ইউপি, ৮। আমতলী ইউনিয়ন ০১নং ওয়ার্ড বিএনপির সক্রিয় সদস্য মোঃ মনির হোসেন (৩০), পিতা-মৃত আঃ জব্বার, মাতা-মৃত আছিয়া বেগম, সাং-মতুমগপাড়া, ০১নং ওয়ার্ড, ০৮ নং আমতলী ইউপি।

পুলিশ জানান, গ্রেফতার পরবর্তীতে তাদেরকে ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে তারা সকলেই প্রাথমিকভাবে স্বীকার করেন যে, কেন্দ্রীয় বিএনপির ডাকা হরতাল ও অবরোধ পালন এবং তাদের নেতা মোঃ বদিউল আলম বদির গ্রেফতারের প্রতিবাদে তারা ঘটনার দিন জনমনে ত্রাশ সৃষ্টির লক্ষে ঐক্যবদ্ধভাবে বর্ণিত ভাংচুরের ঘটনাটি ঘটায়।

মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ ওসি কমল কৃষ্ণ ধর জানান, গ্রেফতারকৃত আসামীদেরকে ৩০ নভেম্বর বৃহস্পতিবার আইনি প্রক্রিয়া শেষে যথাযথ পুলিশি পাহারায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।