মাটিরাঙ্গা প্রতিনিধি: খাগড়াছড়ির মাটিরাঙ্গায় যথাযথ মর্যাদায় নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। ১৬ই ডিসেম্বর শনিবার ভোরে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে এ দিবসের শুভ সূচনা হয়। সকাল সাড়ে ৬ টায় মাটিরাঙ্গা উপজেলা পরিষদ স্বাধীনতা সোপানে পুষ্পমাল্য অর্পন করেন, মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: রফিকুল ইসলাম, মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ডেজি চক্রবর্তী, মাটিরাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: মেজবাহ উদ্দিন, সহকারী পুলিশ সুপার মাটিরাঙ্গা সার্কেল আবু সালেহ মোহাম্মদ জাফর, মাটিরাঙ্গা উপজেলা ভাইস চেয়ারম্যান মো: আনিসুজ্জামান ডালিম, মাটিরাঙ্গা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা বেগম, মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ( ওসি) কমল কৃষ্ণ ধর, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, মাটিরাঙ্গা প্রেস ক্লাব, উপজেলা আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠন, সরকারি-বেসরকারি দপ্তর,বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানসহ সামাজিক সাংস্কৃতিক সংগঠন এবং শিক্ষক ও শিক্ষার্থীরা।
আপনার মতামত লিখুন :