মাটিরাঙ্গায় বন্ধু জুনিয়র যুব ক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ
admin
প্রকাশের সময় : আগস্ট ১৭, ২০২৩, ১১:৩৬ পূর্বাহ্ন /
০
মোঃ আরিফুল ইসলাম: মাটিরাঙ্গায় সামাজিক সংগঠন বন্ধু জুনিয়র যুব ক্লাবের উদ্যোগে সবুজ বনায়ন-নির্মল পরিবেশ, বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি -২০২৩ অনুষ্ঠিত হয়েছে। ১৬ আগস্ট বুধবার সকালে বন্ধু জুনিয়র যুব ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ মামুনুর রশিদ এর সভাপতিত্বে মাটিরাঙ্গা চরপাড়া জামে মসজিদে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে। বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন, মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ডেজি চক্রবর্তী।
এসময় মাটিরাঙ্গা চরপাড়া জামে মসজিদ ছাড়াও উপজেলার বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান ও শিক্ষাপ্রতিষ্ঠানে একহাজার গাছের চারা রোপণ করার উদ্যোগ নিয়েছে বন্ধু জুনিয়র যুব ক্লাব। চারাগুলো দিয়ে সহযোগিতায় করেন বনায়ন খাগড়াছড়ি পার্বত্য জেলা।
মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ডেজি চক্রবর্তী বলেন, মানুষ ও পরিবেশের পরম বন্ধু হলো বৃক্ষ। গাছ হলো আমাদের পরিবেশকে স্বাস্থ্যকর ও সুন্দর রাখার একটি গুরুত্বপূর্ণ অংশ। পরিবেশ ও জীববৈচিত্র্যের ভারসাম্য রক্ষায় বৃক্ষের গুরুত্ব অপরিসীম। বৃক্ষ থেকে আমরা বিভিন্ন ধরনের ফল, মিষ্টি রস, ভেষজ দ্রব্য, কাঠখড়িসহ অনেক মূল্যবান সম্পদ পাই। এই বৃহৎ অংশটির জোগান আসে প্রধানত সামাজিক এবং আঞ্চলিক বনায়ন থেকে। কিন্তু বর্তমানে উন্নয়নের সঙ্গে সঙ্গে সামাজিক বনায়ন ধ্বংসের দ্বারপ্রান্তে। সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে সকলের বাড়ির আঙ্গিনা সহ পরিত্যক্ত খালি জায়গায় বৃক্ষরোপনের আহ্বান জানান তিনি।
এসময় উপস্থিত ছিলেন, মাটিরাঙ্গা পৌরসভা ৪,৫,৬ নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর মনোয়ারা বেগম, চরপাড়া জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মো: আমির হোসেন,সেক্রেটারি সহিদুল আলম, মাটিরাঙ্গা বন্ধু জুনিয়র যুব ক্লাবের প্রতিষ্ঠাতা ও সভাপতি মো: মামুনুর রশীদ মামুন, সহসভাপতি মো: ওমর ফারুক, সাংগঠনিক সম্পাদক মো: রকিসহ সংগঠনের সকল সদস্য বৃন্দ।
আপনার মতামত লিখুন :