মাটিরাঙ্গায় টিকাদান কর্মসূচি নিয়ে ইসলামিক ফাউন্ডেশনের অবহিতকরণ সভা


admin প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৫, ২০২৩, ৮:২৫ অপরাহ্ন /
মাটিরাঙ্গায় টিকাদান কর্মসূচি নিয়ে ইসলামিক ফাউন্ডেশনের অবহিতকরণ সভা

 

মো: আরিফুল ইসলাম : মাটিরাঙ্গায় ইসলামিক ফাউন্ডেশন ও ইউনিসেফ এর যৌথ উদ্যোগে মসজিদের খতিব, ইমাম এবং শিক্ষকগণের অংশগ্রহণে সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) জোরদারকরণের লক্ষ্যে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৫ সেপ্টেম্বর সোমবার সকালে মাটিরাঙ্গা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে ইসলামিক ফাউন্ডেশন খাগড়াছড়ি জেলা শাখার আয়োজনে ইউনিসেফ এর সহযোগিতায় এ সভা অনুষ্ঠিত হয়।
অবহিতকরণ ও পরিকল্পনা সভায় ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মো: আল-আমিন এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইসলামিক ফাউণ্ডেশনের খাগড়াছড়ি জেলা উপ-পরিচালক (চঃদাঃ) মোঃ নাজমুস সাকিব।
এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মাটিরাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: মেজবাহ উদ্দিন, মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (আরএমও) ডা: মিল্টন ত্রিপুরা।
অবহিতকরণ ও পরিকল্পনা সভায় মাটিরাঙ্গা মডেল মসজিদের পেশ ইমাম মাওলানা মো: মামুনুর রশীদ, মাটিরাঙ্গা উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের আওতাধীন গণশিক্ষা প্রকল্পের সুপারভাইজার, কেয়ারটেকারগণ এবং ৫০ জন শিক্ষক-শিক্ষিকাসহ, ইমাম, খতিববৃন্দ অংশ গ্রহণ করেন।