মাইজভান্ডারী গাউছিয়া হক কমিটি খাগড়াছড়ি জোনের সাংগঠনিক সংলাপ অনুষ্ঠিত


admin প্রকাশের সময় : সেপ্টেম্বর ৯, ২০২৩, ৬:৫৮ অপরাহ্ন /
মাইজভান্ডারী গাউছিয়া হক কমিটি খাগড়াছড়ি জোনের সাংগঠনিক সংলাপ অনুষ্ঠিত

 

মানিকছড়ি সংবাদদাতা:- মাইজভান্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ খাগড়াছড়ি জোনের সকল শাখা কমিটির সাথে কেন্দ্রীয় পরিষদের সাংগঠনিক সংলাপ-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। ৮ সেপ্টেম্বর শুক্রবার সকালে মাইজভান্ডারী গাউছিয়া হক কমিটির খাগড়াছড়ির মানিকছড়ি শাখা কার্যালয়ে ১নং মানিকছড়ি ইউপি চেয়ারম্যান ও উপজেলা শাখার প্রধান উপদেষ্টা মো. শফিকুর রহমান ফারুক’র সভাপতিত্বে অনুষ্ঠিত সাংগঠনিক সংলাপে প্রধান অতিথি ছিলেন, মাইজভান্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ রেজাউল আলী জসিম চৌধুরী। খাগড়াছড়ি জেলা সমন্বয়ক মো. মনির হোসেন’র স্বাগত বক্তব্যে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, মাইজভান্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদের সহ-সভাপতি মুজিবুর রহমান বাবুল ও সদস্য মো. লোকমান হোসেন। এ সময় মাইজভান্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদের সদস্য কাজী মুহাম্মদ হারেজ, মো. দিদারুল আলম, মো. আবুল মনসুর, মো. আজগর আলীসহ জেলার বিভিন্ন শাখা কমিটির দায়িত্বশীল ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নতুন সদস্য বৃদ্ধি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের সমন্বয়ের মাধ্যমে কিভাবে সংগঠনকে আরো গতিশীল করার যায়, সে লক্ষে খাগড়াছড়ির বিভিন্ন শাখা কমিটির দায়িত্বশীল নেতৃবৃন্দের দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি আলহাজ্ব মোহাম্মদ রেজাউল আলী জসিম চৌধুরী। পরে জেলার প্রতিটি শাখা কমিটির সভাপতি-সম্পাদকসহ অন্যান্য সদস্যদের সাথে সাংগঠনিক কর্মকান্ড নিয়ে একান্ত আলোচনা করেন কেন্দ্রীয় পর্ষদের নেতৃবৃন্দ।