ছানোয়ার হোসেন : মহালছড়ি শহীদ মিনারে ১৯৫২ সালের ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন মহালছড়ি উপজেলা প্রশাসন, মহালছড়ি থানা, উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠন, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও বিভিন্ন সমিতি।
১২টা ১ মিনিটে মহালছড়ি উপজেলা নির্বাহী অফিসার মো. মেহেদী হাসান খান (শাওন) এর নেতৃত্বে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ভাষা শহীদদের প্রতি পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধানরা উপস্থিত ছিলেন।
এরপর মহালছড়ি থানার পক্ষ থেকে অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলামের নেতৃত্বে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
অন্যদিকে, মহালছড়ি উপজেলা বিএনপির সভাপতি মো. আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলামের নেতৃত্বে একটি র্যালি বের হয়ে টাউন হল শহীদ মিনারে গিয়ে শ্রদ্ধা নিবেদন করে। বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।
পরবর্তীতে পর্যায়ক্রমে বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান এবং সমিতির পক্ষ থেকে ভাষা শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন করা হয়।
আপনার মতামত লিখুন :