মহালছড়িতে উপজেলা বিএনপির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল


admin প্রকাশের সময় : মার্চ ১২, ২০২৫, ৯:০০ পূর্বাহ্ন /
মহালছড়িতে উপজেলা বিএনপির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল

ছানোয়ার হোসেন, মহালছড়ি : খাগড়াছড়ির মহালছড়িতে উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১১ মার্চ মঙ্গলবার মহালছড়ি উপজেলা স্টেডিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহালছড়ি উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ-কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ও খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূঁইয়া (সাবেক এমপি)। এছাড়াও অনুষ্ঠানে জেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মাহফিলে জেলা ও উপজেলার নেতাকর্মী, ইউনিয়ন পর্যায়ের অঙ্গসংগঠনের নেতা-কর্মী, বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক এবং উপজেলার বিভিন্ন সম্প্রদায়ের মানুষ অংশগ্রহণ করেন।

প্রধান বক্তা তার বক্তব্যে বলেন, “দীর্ঘ ১৬-১৭ বছর পর এবার উন্মুক্তভাবে ইফতার ও দোয়ার মাহফিল আয়োজন সম্ভব হয়েছে।”

অনুষ্ঠানের শেষে দেশের শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।