মহালছড়ির মাইসছড়ি শাক্যমুনি বৌদ্ধ বিহারে পাজেপ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরীর পিন্ডদান


admin প্রকাশের সময় : আগস্ট ২৬, ২০২৩, ৮:০২ অপরাহ্ন /
মহালছড়ির মাইসছড়ি শাক্যমুনি বৌদ্ধ বিহারে পাজেপ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরীর পিন্ডদান

রিপন ওঝা,মহালছড়ি : খাগড়াছড়ি জেলার মহালছড়ির মাইসছড়ি শাক্যমুনি বৌদ্ধ বিহারে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী ও সহধর্মিনী স্বপরিবারে পিন্ডদান, সংঘদানসহ অষ্টপরিষ্কার দান করেন।

উক্ত শিশুসদনের ১০০ জন শিশু শ্রমণ এবং ভিক্ষুসংঘের উদ্দেশ্যে দুইটি কম্পিউটার, তিনটন চাউল, এক সেট ত্রিপিটক, ৩২ টি দুইতলা বিশিষ্ট সিঙ্গেল খাট, নগদ এক লক্ষ টাকা, একটি টেবিল এবং বিভিন্ন শিক্ষাসামগ্রী দান করেন। অতপর তিনি উক্ত বিহারের নির্মাণ সমাপ্ত হওয়া প্রজ্ঞাবংশ শিশুসদন কমপ্লেক্স এর উদ্বোধন করেন।
মহতী পিন্ডদানে শিশু শ্রমণ ও ভিক্ষুসংঘ, জেলা পরিষদ সদস্য কল্যাণ মিত্র বড়ুয়া ও সহধর্মিনী, ৪নং মাইসছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাজাই মারমা, মাইসছড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি ও হেডম্যান স্বদেশপ্রীতি চাকমা, গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।