মহালছড়িতে গ্রামীণ ব্যাংক কর্তৃক সকল পাড়াকেন্দ্রে চারা বিতরন
admin
প্রকাশের সময় : আগস্ট ১৫, ২০২৩, ৫:৫৭ অপরাহ্ন /
০
রিপন ওঝা,মহালছড়ি : ১৫আগস্ট জাতীয় শোক দিবস ও ৪৮তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে গ্রামীণ ব্যাংক মহালছড়ি শাখার সকল পাড়াকেন্দ্রের সদস্যদের মাঝে ফলদ ও বনজ চারা বিতরণ করা হয়েছে। তাছাড়া গ্রামীণ ব্যাংকের সকল শাখার পাড়া কেন্দ্রের সকল সদস্যদের মাঝে চারা বিতরন ও রোপন কর্মসূচী অব্যাহত রয়েছে । চলতি বছরে গ্রামীণ ব্যাংকের ২০কোটি গাছের চারা লাগানোর অংশ হিসেবে মহালছড়িতে চারা বিতরণের সময় শাখা ব্যবস্থাপক মোহাম্মদ জালাল উদ্দীন,কেন্দ্র ব্যবস্থাপক ও সদস্যগণ উপস্থিত ছিলেন।
গ্রামীণ ব্যাংক চলতি বছরে দারিদ্র্য বিমোচনে এ পর্যন্ত ২ লাখ ৮৮ হাজার ৪৭ কোটি টাকা জামানত বিহীন ঋণ বিতরণ করেছে। উল্লেখ্যে যে, ২০২১ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে গ্রামীণ ব্যাংক প্রথমবারের মতো বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করে। চলতি বছরের ৩১ জুলাই পর্যন্ত দেশব্যাপী ব্যাংকটির পক্ষ থেকে ২৭ কোটি ৪৩ লাখ গাছের চারা রোপণ করা হয়েছে।
আপনার মতামত লিখুন :