খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক : খাগড়াছড়িতে সেনাবাহিনী’র উদ্যোগে টানা বর্ষণের বন্যায় ক্ষতিগ্রস্থ ও অসহায়দের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।টানা ভারী বর্ষণের কারণে ও জলাবদ্ধতা, ভূমিধস এবং বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের প্রাকৃতিক দুর্যোগের কারণে খাগড়াছড়ির বেশ কয়েকটা এলাকা বন্যায় প্লাবিত হয়ে যায় ও
সাধারণ জনগনের জীবনযাপন করতে কষ্ট হয়ে পড়ায়।
বুধবার(০৯আগস্ট) বিকালের দিকে খাগড়াছড়ি জোন কর্তৃক ক্ষতিগ্রস্থ দক্ষিণ মেহেদীবাগ
এলাকায় ১০০ জন ক্ষতিগ্রস্থ অসহায় পরিবারের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করে খাগড়াছড়ি সেনা জোন কমান্ডার লেঃ কর্ণেল আবুল হাসনাত।
এদিন বিতরনকালে জোন কমান্ডার বলেন, গত কয়েকদিন যাবত ভারী বর্ষণে জলাবদ্ধতাও ভূমি ধসের কারণে কিছু কিছু এলাকা প্লাবিত হয়ে পড়ে। উক্ত প্লাবিত এলাকায় ক্ষতিগ্রস্থ অসহায়
পরিবারদের মাঝে খাগড়াছড়ি জোন ত্রাণ বিতরণের কার্যক্রম গ্রহণ করে। এই ত্রাণ খাগড়াছড়ি
জোনে কর্মরত সেনাসদস্যদের রেশনের কিছু অংশ নিয়ে তৈরী করা হয়।তিনি আরও বলেন, ভবিষ্যতেও আমাদের এধরণের কার্যক্রম অব্যাহত থাকবে। খাগড়াছড়িতে আমরা এক সাথে থাকবো এবং এই ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :