প্রতিনিধি: খাগড়াছড়ির ভাইবোনছড়ায় ১৭ মার্চ বঙ্গবন্ধুর ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন করেছে বিলিভার্স ইস্টার্ন চার্চ খাগড়াছড়ি ডায়োসিস। দিবসটি উপলক্ষে ছোটবাড়ী পাড়া সাংস্কৃতিক বিকাশ কেন্দ্রে চিত্রাংকন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও আলোচনা সভার আয়োজন করেছে সংগঠনটি। আলোচনা সভার শুরুতে বঙ্গবন্ধুর আত্মার শান্তি ও সকল শিশুর মঙ্গল কামনায় সমবেত প্রার্থনা করা হয়। অত:পর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন দর্শণ ও জাতীয় শিশু দিবস সম্পর্কে শিশু কিশোরদের মাঝে সাবলীল ব্যাখা করেন বক্তারা। বিলিভার্স ইস্টার্ন চার্চ খাগড়াছড়ি ডায়োসিস এর যাযক কিনারায় ত্রিপুরার সভাপতিত্বে এবং এডমিন কাম একাউন্ট্যান্ট তাপস কান্তি ত্রিপুরার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভাইবোনছড়া ইউপির মহিলা সদস্য বেনুকা ত্রিপুরা । অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ছোটবাড়ী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা জেনিয়া চাকমা প্রমুখ।
আপনার মতামত লিখুন :