ভবানীচরণ রোয়াজা পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ


admin প্রকাশের সময় : ফেব্রুয়ারি ৬, ২০২৪, ৭:৫৪ অপরাহ্ন /
ভবানীচরণ রোয়াজা পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ

প্রতিনিধি:”শিক্ষিত ও সচেতন মা শিশুর প্রথম শিক্ষক” এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়ন ও অভিভাবকদের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষে খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার গোমতী ইউনিয়নের প্রত্যন্ত জনপদ বান্দরছড়া এলাকায় প্রতিষ্ঠিত ভবানীচরণ রোয়াজা পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ -২০২৪ অনুষ্ঠিত হয়েছে।

৫ ফেব্রুয়ারি সোমবার ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে সহকারী শিক্ষক মো: রাকিবুল ফোরকানের সঞ্চালনায় ভবানীচরণ রোয়াজা পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মো: আমির হোসেন’র সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, মাটিরাঙ্গা সহকারী উপজেলা শিক্ষা অফিসার অনুপম শীল।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মাটিরাঙ্গা উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর, মো: আসগর হোসেন, সহকারী উপজেলা শিক্ষা অফিসার,পিটিআই কমিটির সভাপতি মো: জাকির হোসাইন প্রমুখ।
প্রধান অতিথি অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, ‘শিক্ষার শেখর হচ্ছে প্রাথমিক স্তর। প্রত্যন্ত এই জনপদে কোমলমতি শিক্ষার্থীদের লেখাপড়ার মানোন্নয়নে শুধু শিক্ষকদের ওপর নির্ভরশীল হলেই চলবে না। অভিভাবকদেরও ছেলে মেয়েদের লেখাপড়ার ওপর অধিক যত্নশীল হতে হবে। কেননা একজন অভিভাবক তার সন্তানকে শিক্ষিত করতে সবচেয়ে বেশি ভূমিকা পালন করে থাকে। সন্তানের সুরক্ষার প্রথম দায়িত্ব অভিভাবকের। সন্তানের প্রতি যত্নবান হয়ে তাদের সঠিক পথে পরিচালিত করতে হবে।
শিশু জন্মের ৪৫ দিনের মধ্যে সম্পূর্ণ বিনা খরচে জন্ম নিবন্ধন করতে উদ্বুদ্ধ করেন স্থানীয় ইউপি চেয়ারম্যান। এসময় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও ২’শতাধিক অভিভাবক উপস্থিত ছিলেন।

সমাবেশ শেষে বছর সেরা পাঁচজন শিক্ষার্থীর অভিভাবককে উপহার সামগ্রী তুলে দেন আমন্ত্রিত অতিথিগন।