ভগবান শ্রী কৃষ্ণের ৫২৪৯ তম জন্মতিথি উপলক্ষে মাটিরাঙ্গায় মঙ্গল শোভাযাত্রা


admin প্রকাশের সময় : সেপ্টেম্বর ৭, ২০২৩, ৭:১০ অপরাহ্ন /
ভগবান শ্রী কৃষ্ণের ৫২৪৯ তম জন্মতিথি উপলক্ষে মাটিরাঙ্গায় মঙ্গল শোভাযাত্রা

 

মো: আরিফুল ইসলাম : হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ভগবান শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী। ৬ সেপ্টম্বর হিন্দুধর্মের মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মদিন।
হিন্দু ধর্মাবলম্বীদের বিশ্বাস, কৃষ্ণ ছিলেন স্বয়ং ঈশ্বর। শ্রীকৃষ্ণ পৃথিবীকে কলুষমুক্ত করতে কংস, জরাসন্ধ ও শিশুপালসহ বিভিন্ন অত্যাচারিত রাজাকে ধ্বংস করে ধর্মরাজ্য প্রতিষ্ঠা করেন।
৬ সেপ্টেম্বর বুধবার দুপুরে মাটিরাঙ্গা শ্রী শ্রী কেন্দ্রীয় রক্ষা কালী মন্দিরে ভগবান শ্রী কৃষ্ণের ৫২৪৯ তম জন্মতিথি উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দেশ ও জাতির মঙ্গল কামনায় গীতাযজ্ঞ, জাতীয় পতাকা ও হিন্দুদের ধর্মীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা, জন্মাষ্টমী মঙ্গল শোভাযাত্রা এবং পরে সন্ধ্যায় তিথি অনুযায়ী কৃষ্ণ পূজার আয়োজন করা হয়।
জন্মাষ্টমী শোভাযাত্রার উদ্বোধন করেন, মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ডেজী চক্রবর্তী। উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: রফিকুল ইসলাম। জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ, মাটিরাঙ্গা উপজেলা শাখার আয়োজনে সারাদেশের ন্যায় মাটিরাঙ্গা শ্রী শ্রী কেন্দ্রীয় রক্ষা কালী মন্দির থেকে শোভাযাত্রা শুরু হয়ে মাটিরাঙ্গা উপজেলা পরিষদ চত্বর ঘুরে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মাটিরাঙ্গা শ্রী শ্রী কেন্দ্রীয় রক্ষা কালী মন্দিরে গিয়ে পুনরায় মিলিত হয়। শোভাযাত্রার নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করেছে মাটিরাঙ্গা থানা পুলিশ।
এছাড়াও মন্দিরে দুই দিনব্যাপী পালিত হবে পূজাসহ নানা কর্মসূচি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম হুমায়ুন মোর্শেদ খান, মাটিরাঙ্গা থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মো. শরীফ, সাধারণ সম্পাদক সুবাস চাকমা, মন্দিরের সভাপতি ব্রজলাল দে, শংকর মঠ বলিটিলা সভাপতি রঞ্জিত বণিক প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ, মাটিরাঙ্গা উপজেলা শাখার সভাপতি বাবুল চন্দ্র বণিক।