বিশ্বসাহিত্যের উদ্যোগে পূজগাংমুখ স্কুলে চিত্রাঙ্কন প্রতিযোগিতা


admin প্রকাশের সময় : অক্টোবর ৮, ২০২৩, ৮:৫৪ পূর্বাহ্ন /
বিশ্বসাহিত্যের উদ্যোগে পূজগাংমুখ স্কুলে চিত্রাঙ্কন প্রতিযোগিতা

 

পলাশ : পানছড়ি উপজেলার পূজগাংমুখ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিশ্বসাহিত্য কেন্দ্র ভ্রাম্যমাণ লাইব্রেরির উদ্যোগে একটি চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির প্রায় ২০ জন শিক্ষার্থী অংশগ্রহন করে । ৭ অক্টোবর শনিবার অনুষ্ঠিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়। এ সময় সেখানে স্কুলের শিক্ষকমণ্ডলী উপস্থিত ছিলেন।
সহকারী শিক্ষক সুবর্ণা খীসা বলেন, এক সময় ছিল লাইব্রেরিতে গিয়ে আমাদের অনেক কষ্টে বই পড়তে হতো। কিন্তু বিশ্বসাহিত্যের কল্যাণে আমরা এখন দেশি-বিদেশি বিভিন্ন বই হাতের কাছেই পেয়ে যাচ্ছি। আমরা বই পড়ে নিজেরা উপকৃত হচ্ছি এবং শিক্ষার্থীরও সুফল পাচ্ছে।
ভ্রাম্যমাণ লাইব্রেরি খাগড়াছড়ি ইউনিটের কর্মকর্তা আজিম উদ্দীন বলেন, সৃষ্টিশীল মানুষই দেশকে এগিয়ে নিয়ে যায়। শিক্ষার্থীদের পড়াশুনার বাইরেও সামাজিক-সাংস্কৃতিক নানা কাজে অংশগ্রহন করতে তিনি আহবান জানান।
প্রসঙ্গত, ‘আলোকিত মানুষ চাই’ এই স্লোগানকে সামনে রেখে বিশ্বসাহিত্য কেন্দ্র ভ্রাম্যমাণ লাইব্রেরি সারাদেশে বইপড়া কর্মসূচির পাশাপাশি সামাজিক ও সাংস্কৃতিক নানা কার্যক্রম করে থাকে।