শাহজাহান কবির সাজু : বিশেষ অভিযান পরিচালনা করাকালীন সময় অবৈধ সিগারেটসহ রাজিব চাকমা (৩৭), টিংকু চাকমা (৩০)’সহ একটি নাম্বার বিহীন মাহেন্দ্র গাড়ী আটক করেছে পানছড়ি থানা পুলিশ। আটক রাজিব পানছড়ি উপজেলার মধুরঞ্জন কার্বারী পাড়ার সুলেন্দ্র চাকমা ও টিংকু দিঘীনালা উপজেলার মেরু ইউপির কালাচান মহাজনপাড়ার কালাময় চাকমার সন্তান।
পানছড়ি থানা সূত্রে জানা যায়, ১১’অক্টোবর মঙ্গলবার রাত আনুমানিক এগার’টার দিকে এসআই সৈয়দ ছানাউল্লাহ নেতৃত্বে সংগীয় পুলিশ সদস্যরা কিনাচানপাড়াস্থ মগমারা ছড়া ব্রীজ এলাকায় একটি নাম্বার বিহীন মাহেন্দ্রতে তল্লাশী চালায়। এ সময় এক হাজার চারশত আশি প্যাকেট সুপার স্লিম মন্ড অবৈধ সিগারেটসহ দু’জনকে আটক করে। আটক সিগারেটের মূল্য প্রায় এক লক্ষ সাতাত্তর হাজার ও নাম্বার বিহীন মাহেন্দ্রর মূল্য প্রায় চার লক্ষ টাকা।
পানছড়ি থানার অফিসার ইনচার্জ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন এ ব্যাপারে বিধি মোতাবেক অত্র থানায় মামলা দায়ের করা হয়েছে।
আপনার মতামত লিখুন :