বাস ছিনতাইকারী জামালকে আটক করেছে পুলিশ


admin প্রকাশের সময় : অক্টোবর ৮, ২০২৩, ৮:৫৬ পূর্বাহ্ন /
বাস ছিনতাইকারী জামালকে আটক করেছে পুলিশ

 

আবদুল আলী, বিশেষ প্রতিনিধি : গুইমারা থানা পুলিশের বিশেষ অভিযানে গভীর রাতে ছিনতাই হওয়া বাস গাড়ী উদ্ধার ও ছিনতাইকারীকে আটক করা হয়েছে।
৬ সেপ্টেম্বর গভীর রাতে খাগড়াছড়ি জেলার সদর থানাধীন চেঙ্গী স্কোয়ারের পশ্চিম পাশে খাগড়াছড়ি-ঢাকা সড়কের পাশ থেকে ইকোনো সার্ভিস বাস গাড়ী যার নং-ঢাকা মেট্রো-ব-১৪-৬১৮৫ ছিনতাই করে নিয়ে যাওয়ার কালে গুইমারা থানার জালিয়াপাড়া হইতে গুইমারা থানা পুলিশ সুকৌশলে ছিনতাইকারী মোঃ জামাল হোসেন (৩২), পিতা-মৃত গুলফু মিয়া, মাতা-তাহেরা বেগম, সাং-তাইন্দং, দক্ষিণ আচালং, থানা- মাটিরাঙ্গা, জেলা খাগড়াছড়ি’কে গ্রেফতার ও ছিনতাইকৃত বাস গাড়ী উদ্ধার করেন।
উল্লেখ্য যে ছিনতাইকারী গাড়ি নিয়ে পালিয়ে যাওয়ার সময় আলুটিলা, মাটিরাঙ্গা ও গুইমারা সদরের ব্যারিকেড ভেঙে দ্রুত পালানোর চেষ্টা করে । জালিয়াপাড়াতে কাভার্ডভ্যানের ব্যারিকেড দিলে তার মধ্যে ধাক্কা দিয়ে পালাতে না পেরে আটকে যায়। আটককৃত ছিনতাইকারীর নামে গুইমারা থানায় মামলা দায়ের করা হয়েছে। যার নং-০১, তারিখ ০৭/১০/২৩ইং।