মো: সোহেল রানা
বিজিবি মহাপরিচালক নির্দেশে বাঘাইহাট বাট্যালিয়ান (৫৪ বিজিবি) বন্যার্তদের মাঝে সাজেক ইউনিয়নের বাঘাইহাট ও মাসালং বন্যায় কবলিত এলাকার গরীব ও দুস্থ অসহায় শিশু-নারী-পুরুষ মাঝে খাদ্য সামগ্রী ও বিনামূল্যে চিকিৎসা সেবা ঔষধ প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার(৪জুলাই) সাজেক ইউনিয়নের বিজিবি মহাপরিচালক নির্দেশে বাঘাইহাট ব্যাটালিয়ন (৫৪ বিজিবি)’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহম্মদ আসাদুজ্জামান পিএসসি এর নির্দেশনায় ৩ জুলাই ৩শতাধিক ৪ জুলাই ৩শতাধিক, বন্যায় কবলিত অসহায় ও দুস্থ পরিবারের মাঝে খিচুড়ি, ডিম, শুকনো খাবার ও বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষুধ বিতরণ করেন বিজিবির সদস্যরা। মেডিকেল ক্যাম্পেইনে মেডিকেল অফিসার টিএম খায়রুল বাশার এএমসি,র সমন্বয়ে মেডিকেল টিম চিকিৎসা সেবা প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন, সহকারী পরিচালক এডি, মোঃ কামাল হোসেন শেখ (কোয়াটার মাস্টার) ৫৪ বিজিবির সদস্যবৃন্দ সহ মানুষের দ্বারপ্রান্তে গিয়ে বন্যার্তদের মাঝে খিচুড়ি, ডিম ও শুকনো খাবার পৌছিয়ে দেন। বিজিবি‘র মহাপরিচালন বার্তায় বলেন, বিজিবি সর্বদা সীমান্ত রক্ষার পাশাপাশি জনগণের মাঝে আস্থার প্রতীক হিসেবে রয়েছে এবং ভবিষ্যতেও আমরা সীমান্ত রক্ষার পাশাপাশি জনগণের মধ্যে ও পাশে থেকে কাজ করে যাব।
আপনার মতামত লিখুন :