মো: সোহেল রানা : আত্মমানবতার সেবায় বাংলাদেশ সেনাবাহিনী, ঈদ উল ফিতরের আনন্দ ভাগাভাগি করে নিতে গরীব দু:খি অসহায়দের মাঝে বাঘাইহাট জোনের ৬ইস্ট বেংগলের পক্ষ থেকে ঈদ উপহার সামগ্রী বিতরন করা হয়েছে। ৪এপ্রিল বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় বাঘাইহাট ৬ই বেংগলের খেলা মাঠে হতদরিদ্র অর্ধ-শতাধিক পরিবারের মাঝে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদ সামগ্রী বিতরণ করেন বাঘাইহাট জোন, অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ খাইরুল আমিন পিএসসি। উপহার সামগ্রী হিসেবে চাল,ডাল, তেল, চিনি, চা পাতা, আটা ও লবন বিতরন করা হয়। এসময় উপস্থিত ছিলেন ৩৬নং সাজেক ইউপির সাবেক চেয়ারম্যান নেলশন চাকমা, সংরক্ষিত মেম্বার সুমিতা রানী চাকমা, ৪নং ওয়ার্ড মেম্বার দয়াধন চাকমা, ৫নং ওয়ার্ড মেম্বার পরিচয় চাকমা, বাঘাইহাট বাজার সভাপতি নাজিম উদ্দীন চৌধুরীসহ স্থানীয় জনপ্রতিনিধি এবং এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
আপনার মতামত লিখুন :