বাঘাইহাট জোন সাজেকে লক্ষ্মীছড়িতে ব্রিজ নির্মাণে অনুদান প্রদান


admin প্রকাশের সময় : মে ১৩, ২০২৪, ৫:২১ অপরাহ্ন /
বাঘাইহাট জোন সাজেকে লক্ষ্মীছড়িতে ব্রিজ নির্মাণে অনুদান প্রদান

মো: সোহেল রানা
সাজেক ইউনিয়নের লক্ষ্মীছড়ি এলাকায় ব্রিজ নির্মাণের জন্য আর্থিক অনুদান প্রদান করেন বাঘাইহাট জোনের ৬ই বেংগলের সেনাবাহিনী।
সোমবার (১৩ মে) সকালে বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের লক্ষীছড়ি অফিস পাড়ার সেনাবাহিনী বাঘাইহাট জোনের জোন কমান্ডার লেঃ কর্নেল খাইরুল আমিন পিএসসি উদ্যোগে সাধারণ জনগণ চলাচলের সুবিধার্থে পুরাতন ভাঙ্গা ব্রিজ মেরামতে করে নতুন করে নির্মাণের জন্য বাঘাইহাট জোনের পক্ষ থেকে আর্থিক অনুদান প্রদান করেন লক্ষীছড়ি আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোঃ আঃ আউয়াল।
ব্রীজের জন্য অনুদান পেয়ে এলাকার লোকজন বাঘাইহাট জোনের ৬ই বেংগলের সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞা ও ধন্যবাদ জানিয়ে বলেন, সেবাহিনীর সব সময় আমাদের সহযোগীতা করে এবং দূর্গম এলাকায় মেডিকেল ক্যাম্পের মাধ্যমে চিকিৎসা সেবা ও ঔষধও দিয়ে থাকেন।