বাংলা নববর্ষে গুইমারায় বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রা


admin প্রকাশের সময় : এপ্রিল ১৪, ২০২৫, ৮:১৮ অপরাহ্ন /
বাংলা নববর্ষে গুইমারায় বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রা

গুইমারা  প্রতিনিধি:
“নতুন দিনের নতুন আলোয় নতুন জীবন গড়ি, জীর্ণ সাম্প্রদায়িকতা ভুলে সম্প্রীতির হাত ধরি”—এই শ্লোগানকে সামনে রেখে বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষে গুইমারা উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহের উদ্যোগে এক বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রার আয়োজন করা হয়।

১৪ এপ্রিল, সোমবার সকাল ১০টায় গুইমারা উপজেলা বিএনপির কার্যালয় থেকে শোভাযাত্রাটি শুরু হয়। উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম সোহাগ এবং সাধারণ সম্পাদক মাহবুব আলীর নেতৃত্বে এই শোভাযাত্রা গুইমারার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।

শোভাযাত্রায় দলের নেতাকর্মীদের পাশাপাশি চাকমা, মারমা ও ত্রিপুরা—এই তিনটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর হাজারো মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। বাঙালির শতবর্ষের বৈশাখী ঐতিহ্যের সঙ্গে পাহাড়ি জনগোষ্ঠীর বিজু, সাংগ্রাই ও বৈসু উৎসবের মিলন এই নববর্ষকে পাহাড়ে পরিণত করেছে এক অপূর্ব সাম্প্রদায়িক সম্প্রীতির উৎসবে।

শোভাযাত্রায় অংশগ্রহণকারী পাহাড়ি জনগণের অনেকে জানান, পূর্বে এমন নির্ভয়, আনন্দঘন পরিবেশে বাংলা নববর্ষ পালনের সুযোগ কখনো হয়নি। এবারের উৎসবে তারা প্রথমবারের মতো সম্পূর্ণ খোলামনে উৎসব উপভোগ করতে পেরেছেন।