ছানোয়ার হোসেন : পহেলা বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ উপলক্ষে মহালছড়ি উপজেলায় নানা আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন করা হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে দিনব্যাপী অনুষ্ঠানমালার সূচনা হয়।
এরপর আয়োজন করা হয় এক আনন্দ শোভাযাত্রা, যা উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার একই স্থানে এসে শেষ হয়। রঙিন পোশাকে সজ্জিত বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে উৎসবমুখর হয়ে ওঠে গোটা এলাকা।
উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত) সুজন চন্দ্র রায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সালেহ আহমেদ, থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষার্থী, সাংবাদিক এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা।
অনুষ্ঠানে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় ঐতিহ্যবাহী বাংলা গান স্থান পায় এবং পান্তা-ইলিশ দিয়ে আগতদের জন্য বিশেষ আপ্যায়নের ব্যবস্থাও করা হয়। পুরো আয়োজনটি বাঙালির সংস্কৃতিকে গভীরভাবে ধারণ করে এক আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়।
আপনার মতামত লিখুন :