প্রতিনিধি : বন্যা পরিস্থিতি আরো অবনতি ঘটেছে খাগড়াছড়িতে । জেলায় কয়েক হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। ১০০টি আশ্রয় কেন্দ্র খুলেছে জেলা প্রশাসন। দুর্গত এলাকায় ত্রাণ দিচ্ছে বিএনপি ও শিক্ষার্থীরা ।
অপরদিকে সড়ক তলিয়ে যাওয়ায় খাগড়াছড়ির সঙ্গে রাঙামাটির সাজেক ও লংগদুর সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। চেঙ্গী, ফেনী ও মাইনী নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। প্রায় তিন মাসের ব্যবধানে চার দফা বন্যায় চরম দুর্ভোগে পড়েছে জেলাবাসী।
টানা বর্ষণে খাগড়াছড়ি জেলা সদরের মুসলিম পাড়া, আরামবাগ,শান্তিনগর, বাস টার্মিনাল, মেহেদী বাগ, বটতলী, টিটিসি এলাকা,উত্তর গঞ্জপাড়া, স্বনির্ভর, কলেজ পাড়া, দক্ষিণ গঞ্জপাড়া, মাটিরাঙ্গার তাইন্দং,তবলছড়ি, পানছড়ির নিম্নাঞ্চল, দীঘিনালার মেরং বাজার ও কবাখালীর কিছু এলাকা পানির নিচে তলিয়ে গেছে। খাগড়াছড়ির সাথে রাঙামটির সাজেক, লংগদু, বাঘাইছড়ি সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে ।
বন্যা দুর্গত এলাকায় জেলা বিএনপি’র সভাপতি ওয়াদুদ ভূইয়ার পক্ষে ত্রাণ ও শুকনো খাবার বিতরণ করছে দলীয় নেতাকর্মী এবং শিক্ষার্থীরা ।
আপনার মতামত লিখুন :