প্রতিনিধি : খাগড়াছড়ির মহালছড়ি সেনা জোনের উদ্যোগে বন্যার্তদের মাঝে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। ১ আগস্ট রবিবার সকাল থেকে দিনব্যাপী খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলার কমলছড়ি ইউপির হেডম্যান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে বন্যার্তদের মাঝে মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করেন মহালছড়ি সেনা জোন। মেডিকেল ক্যাম্পেইনের কার্যক্রম পরিদর্শন করেন মহালছড়ি জোনের জোন কমান্ডার লে: কর্ণেল শারিয়ার সাফকাত ভূইয়া।
মেডিকেল ক্যাম্পেইনে ৩ জন বিশেষজ্ঞ ডাক্তার মেডিকেল সেবা প্রদান করেন। চিকিৎসা সেবায় রাঙ্গামাটি সদর হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডা. জয়া চাকমা ও সেনাবাহিনীর ১ জন মেডিকেল অফিসারের সমন্বয়ে প্রায় ৭শতাধিক দুঃস্থ ও হতদরিদ্র বন্যার্ত মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করা হয়। ফলে বন্যার্তদের পক্ষ থেকে সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
দূর্গম এলাকায় মহিলা, শিশু ও বয়োবৃদ্ধদের এ ধরনের সেবামূলক কার্যক্রম পরিচালনা করায় সেনাবাহিনীর প্রতি সাধারন জনগণের আস্থা বৃদ্ধি পাচ্ছে এবং পারস্পরিক সম্পর্কের উন্নতি সাধি হচ্ছে।
মহালছড়ি সেনা জোন সর্বদা সাধারণ মানুষের পাশে থেকে জনসাধারণের জীবনযাত্রার মান উন্নয়ন এবং নিরাপত্তা নিশ্চিত করে আসছে। এ ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান সংশ্লিষ্টরা।
আপনার মতামত লিখুন :