বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন


admin প্রকাশের সময় : অক্টোবর ৯, ২০২৩, ৬:৩৪ অপরাহ্ন /
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক : খাগড়াছড়ি জেলা প্রশাসন ও ক্রীড়া সংস্থা’র উদ্যোগে ৭দিনব্যাপি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক অনুর্ধ্ব-১৭ ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালিকা অনুর্ধ্ব-১৭ শুরু হয়েছে। এই টুর্নামেন্ট চলবে ৯ অক্টোবর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত। ৯অক্টোবর সকাল ১১টায় খাগড়াছড়ি ঐতিহাসিক স্টেডিয়ামে এ খেলার শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক মো: সহিদুজ্জামান। টুর্নামেন্টে জেলার ৯ উপজেলা ও ১ পৌরসভাসহ মোট ২০টি দল অংশ নিবে। এতে অংশ নিবে অনুর্ধ্ব বালক-১৭ ও অনুর্ধ্ব বালিকা-১৭ দল। উদ্বোধনী খেলায় লক্ষীছড়ি উপজেলা বালক দলকে ০-৩ গোলে পরাজিত করে পরবর্তী রাউন্ডে খেলার গৌরব অর্জন করেছে মহালছড়ি উপজেলা বালক দল।
অপরদিকে মহালছড়ি উপজেলা বালিকা দলকে ট্রাইবেকারে ২-৩গোলে পরাজিত করেছে লক্ষীছড়ি উপজেলা বালিকা দল।
এ সময় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: শানে আলম,অতিরিক্ত পুলিশ সুপার মো: জসীম উদ্দিন,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জোনায়েদ কবীর সোহাগ,খাগড়াছড়ি সদর উপজেলা ভূমি কমিশনার মো: এরফান উদ্দিন,জেলা ক্রীড়া সংস্থা’র সাধারণ সম্পাদক জুয়েল চাকমা,জেলা ক্রীড়া অফিসার আফাজ উদ্দিন,খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম মোসলেম উদ্দিন,সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক উ থোয়াই চিং সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।