দীঘিনালা প্রতিনিধি: ফিলিস্তিনে অসহায় মুসলমানদের উপর বর্বর ইসরাইলী হত্যাকান্ড জুলুম-নির্যাতন ও মুসলমানদের প্রথম কিবলা বায়তুল কাদ্দাস অবৈধ দখলদার মুক্ত করার দাবীতে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ২২অক্টোরব বরিবার সকাল সাড়ে ৯টায় দীঘিনালা উপজেলা আহলে সুন্নাত ওয়াল জাম‘আতের আয়োজনে কবাখালী জালালাবাদ কেন্দ্রীয় জামে মসজিদ এর সামন থেকে এক বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি কবাখালী বাজার হয়ে উপজেলার কলেজ সংলগ্ন মুজিব চত্বরে গিয়ে শেষ হয়। পরে দীঘিনালা উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামা‘আত এর সিনিয়র সহ-সভাপতি মাও: আবদুচ ছবুর আল কাদেরী‘র সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, খাগড়াছড়ি জেলা আহলে সুন্নাত ওয়াল জামা‘আত এর সাংগঠনিক সম্পাদক মাও: ফয়েজ আহমেদ বারী। দীঘিনালা উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামা‘আত এর সাংগঠনিক মাও: মো: শাহ জাহান সিরাজী সঞ্চালনায় এতে আরো বক্তব্য রাখেন, দীঘিনালা উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামা‘আত উপদেষ্ঠা মো: মাহবুবুল আলম, কবাখালী ইউনিয়ন‘র সাবেক চেয়ারম্যান মো: জাহাঙ্গীর হোসেন, মাও: আবুল বাশার, মাও: শামসুল আলম, মাও: মো: সেলিম উদ্দিন, হাফেজ মাও: গাজী সেলিম প্রমূখ। মাববন্ধনে বক্তারা বলেন, মুসলিম রাষ্ট্র ফিলিস্তিনির অসহায় মুসলমানের উপর ইসরাইলী বর্বর হত্যাকান্ড ও জুলুম অত্যাচার থেকে নারী-শিশু কাউকেই রেহাই দেয়নি । মুসলমানদের প্রথম কিবলা বায়তুল মুকাদ্দাস ইসরাইলিরা অবৈধ ভাবে দখল করে রেখেছে। মুসলমান জাতি কোন ধর্মের বা সম্প্রদায়ে প্রতি অন্যায় অত্যাচার করে না। মহানবী হযরত মুহাম্মদ(স:) বিশ^ শান্তির দূত হয়ে পৃথিবীতে আগম করছিলেন। মানুষকে হত্যা করা ইসলাম ধর্ম শিখায় না। ইসলাম হলো শান্তির ধর্ম। ফিলিস্তিনি অসহায় মুসমানদের প্রতি বর্বরত হত্যাকান্ড বন্ধ করে স্বাধীন ফিলিস্তানী রাষ্ট্র ঘোষনা দেয়ার জন্য জাতি সংঘের প্রতি আহবান জানানো হয়।
আপনার মতামত লিখুন :