প্রতিনিধি : বাংলাদেশি তরুণী তাহমিনা আক্তার বৃষ্টির প্রতি গভীর ভালোবাসার টানে পাকিস্তানি নাগরিক আলিম উদ্দিন খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ছুটে এসেছেন।
তাহমিনা খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার বেলছড়ি ইউনিয়নের উত্তর পাড়ার বাসিন্দা এবং খাগড়াছড়ি সরকারি কলেজের ব্যবসায় প্রশাসন বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী। অন্যদিকে পাকিস্তানি যুবক আলিম উদ্দিন লাহোরের বাসিন্দা এবং একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত।
ফেসবুকের মাধ্যমে তাদের পরিচয় হয় এবং আট মাস ধরে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরই ধারাবাহিকতায় গত ১১ ডিসেম্বর আলিম উদ্দিন পাকিস্তান থেকে চট্টগ্রাম হয়ে মাটিরাঙ্গার বেলছড়িতে আসেন। উভয়ের সম্মতিতে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন।
তাহমিনার বাবা আবুল হোসেন জানান, ১৯ ডিসেম্বর তারা খাগড়াছড়িতে কোর্ট ম্যারেজ সম্পন্ন করেন এবং ২২ ডিসেম্বর গ্রামের বাড়িতে সামাজিক রীতি অনুযায়ী বিয়ে হয়। বর্তমানে তারা বেলছড়িতে অবস্থান করছেন এবং পাকিস্তানে যাওয়ার জন্য পাসপোর্ট ও ভিসার কাজ প্রক্রিয়াধীন রয়েছে।
আলিম উদ্দিন বলেন, “আমাদের প্রেমের সম্পর্কের বিষয়ে আমার পরিবার অবগত এবং তাদের সম্মতিতে আমরা বিয়ে করেছি। আমি কিছুটা বাংলা বলতে ও বুঝতে পারি, যা আমাকে তাহমিনা শিখিয়েছে।”
মাটিরাঙ্গা থানার ওসি মো. তৌফিকুল ইসলাম জানান, পাকিস্তানি নাগরিক আলিম উদ্দিন প্রেমের সম্পর্কের কারণে মাটিরাঙ্গায় এসেছেন। তবে তার অন্য কোনো উদ্দেশ্য রয়েছে কিনা, তা নিশ্চিত হতে নজরদারিতে রাখা হচ্ছে।
আপনার মতামত লিখুন :