প্রতিনিধি::মিথ্যা মানববন্ধনের প্রতিবাদ ও ভূমিদস্যু পানছড়ির শীর্ষ সন্ত্রাসী উত্তম ও বিজয় বাহিনীর হাত থেকে প্রাণ রক্ষা ও রেকর্ডীয় ভূমি উদ্ধারের জন্য প্রশাসনসহ সুশীল সমাজের সহযোগীতা কামনায় সংবাদ সম্মেলন করেছেন পানছড়ি বাজারের ভূক্তভোগী আবদুল করিম। ২৭আগস্ট শনিবার সকাল সাড়ে ১০টায় খাগড়াছড়ি প্রেসক্লাবের অডিটোরিয়ামে এ সংবাদ সম্মেলন করা হয়।
সংবাদ সম্মেলনে আবদুল করিম অভিযোগ করে বলেন,গত ২০আগস্ট শনিবার সকালে পানছড়ি বাজারে ত্রাস সৃষ্টিকারী সন্ত্রাসী উত্তম ও বিজয় বাহিনী আমার নামে মিথ্যা কুৎসা রটিয়ে মানববন্ধন করেছে। অথচ আমি নিজেই এই সকল সন্ত্রাসীদের অত্যাচারে ভিটে-মাটি ছেড়ে প্রাণ ভয়ে খাগড়াছড়িতে মানবেতর জীবন যাপন করছি।তারা আমাকে যেকোন সময় মেরে ফেলতে পারে। এই সন্ত্রাসীদের হাত থেকে রক্ষা ও নিজস্ব রেকর্ডীয় ভূমি ফিরে পেতে প্রশাসনের কাছে নিরাপত্তার জন্য হস্তক্ষেপ কামনা করেন সংবাদ সম্মেলনে। এ সংবাদ সম্মেলনে ছেলে আবুল কালাম আজাদ, স্ত্রী নুরুন্নেছা বেগম উপস্থিত ছিলেন। এ সময় খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি জীতেন বড়ুয়া,বাংলাভিশন টিভি’র জেলা প্রতিনিধি এইচ এম প্রফুল্ল,এটিএন টিভি’র জেলা প্রতিনিধি আবু দাউদসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়া কর্মীরা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :