প্রাকৃতিক সম্পদ ধ্বংস না করে সকল উন্নয়ন কাজ করতে হবে … সুপ্রদীপ চাকমা


admin প্রকাশের সময় : অক্টোবর ৯, ২০২৩, ৬:১৪ অপরাহ্ন /
প্রাকৃতিক সম্পদ ধ্বংস না করে সকল উন্নয়ন কাজ করতে হবে …  সুপ্রদীপ চাকমা

মো: সোহেল রানা : খাগড়াছড়ি দীঘিনালায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান সুপ্রদীপ চাকাম উপজেলা নির্বাহী অফিসার, কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধি এবং সমাজের প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা করেছেন। ৯ অক্টোবর সেমাবার সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ অডিটরিয়াম সম্মেলন কক্ষে মতবিনিময় সভায় নির্বাহী অফিসার মুহাম্মদ আরাফাতুল আলম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান সুপ্রদীপ চাকমা। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দীঘিনালা উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ মো: কাশেম, উপজেলা পরিষদ ভাইস চেয়াম্যান মো: মোস্তফা কামাল মিন্টু, দীঘিনালা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী, উপজেলা পরিষদ নারী ভাইস চেয়ারম্যান মিজ সীমা দেওয়ান প্রমূখ। মতবিনিময় সভায় উন্মুক্ত আলোচনায় বিভিন্ন সমস্যা ও উন্নয়ন তুলে ধরেন উপজেলার বিভিন্ন বিভাগের কর্মকর্তা, শিক্ষক, জনপ্রতিনিধি, ধর্মীয়গুরু সুশীল সমাজের প্রতিনিধিরা।
মতবিনিময় সভায় চেয়ারম্যান সুপ্রদীপ চাকমা বলেন, মানসম্মত শিক্ষায় শিশুদেরকে শিক্ষিত করতে হবে। মাল্টিমিডিয়ার মাধ্যমে শ্রেণি কক্ষে পাঠদান চালু করতে হবে। বর্তমান সরকার সবকিছু করে দিচ্ছে এবং করে দিবে কমিটম্যান্ট অনুযায়ী। পর্যটন নিয়ে তিনি বলেন, প্রাকৃতিক সম্পদ ধ্বংস না করে সকল স্থাপনা নির্মান করতে হবে। যাতে করে পর্যটকরা প্রাকৃতিক পরশ স্পর্শ করতে পারে। পর্যটকদের আকৃষ্ট করতে হলে ঐ স্থানে ইতিহাস সম্পর্কে তুলে ধরতে হবে তাহলে পর্যটকরা বেশি আকৃষ্ট হবে।