প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেল মানিকছড়ির আরও ১৪০ পরিবার


admin প্রকাশের সময় : আগস্ট ৯, ২০২৩, ৬:৫০ অপরাহ্ন /
প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেল মানিকছড়ির আরও ১৪০ পরিবার

মানিকছড়ি প্রতিনিধি:- চতুর্থ পর্যায়ের ২য় ধাপে খাগড়াছড়ির মানিকছড়িতে গৃহ ও ভূমিহীন অস্বচ্ছল আরও ১৪০ পরিবারকে ঘরে চাবি ও দলিল হস্তান্তর করা হয়েছে। ৯ আগস্ট বুধবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঘরের চাবি ও দলিল হস্তান্তর কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পরে উপজেলা মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্রে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত গৃহের চাবি ও দলিল হস্তান্তর অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. তহিদ উজ জামান। উপজেলা নির্বাহী অফিসার রক্তিম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্য এম.এ জব্বার, কৃষি অফিসার মো. কামরুল হাসান, ইউপি চেয়ারম্যান মো. শফিকুর রহমান ফারুক। এ সময় মানিকছড়ি থানার ওসি আনচারু করিম, পরিবার পরিকল্পনা কর্মকর্তা শ্রুতি পূর্ণ চাকমা, পরিসংখ্যান কর্মকর্তা রাকেশ বিশ্বাসসহ সকল প্রশাসনিক কর্মকর্তা, সকল ইউপি চেয়ারম্যান, সসদ্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে উপজেলার আরও ১৪০ পরিবারের মাঝে ঘরের চাবি ও দলিল হস্তান্তর করেন অতিথিরা।
এদিকে উপজেলা নির্বাহী অফিসার কার্যালয় থেকে জানানো হয়, মানিকছড়িতে ইতোমধ্যে ১ম, ২য়, ৩য় ও ৪র্থ পর্যায়ে মোট ১ হাজার ৬২টি পরিবারকে গৃহ ও জমির মালিকানা বুঝিয়ে দেয়া হয়েছে।