শাহজাহান কবির সাজু : প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়- সম্পদ” এমন বিশ^ গড়ি, প্রতিবন্ধীদের প্রতিভা বিকশিত করি” এ প্রতিপাদ্যে পানছড়ির প্রতিবন্ধী ও তাদের অভিভাবকদের নিয়ে এক দৃষ্টিনন্দন আয়োজন সাজিয়েছিল পুনাক। পুলিশ নারী কল্যাণ সমিতি খাগড়াছড়ি কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে অভিভাবকদের মাঝে সচেতনতা সৃষ্টি এবং সহায়ক উপকরণ সামগ্রী বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পুলিশ সুপার ও খাাগড়াছড়ি জেলা পুনাক সভানেত্রী মুক্তা ধর। এ সময় তিনি বলেন, মাননীয় প্রধানমস্ত্রী শেখ হাসিনা প্রতিবন্ধীদের অধিকার নিশ্চিত করার ফলে সমাজে তাদের সম্মান বেড়েছে। প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়, তাদের যথাযথ পরিচর্যা করলে তারা সম্পদে পরিনত হবে। প্রতিবন্ধীদের প্রতি নেতিবাচক দৃষ্টিভঙ্গি বদলানোসহ তাদের মৌলিক অধিকার আদায়ে অভিভাবকসহ সবাইকে এগিয়ে আসার আহবান জানাই’’।
৫ ফেব্রুয়ারী সোমবার ’ সকাল দশটা থেকে উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মো: জসীম উদ্দিন। এতে সভাপতিত্ব করেন খাগড়াছড়ি পার্বত্য জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মো: শাহজাহান। অনুষ্ঠানে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার, সাদাছড়ি ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, পানছড়ি উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আহমেদ হাছান, মাটিরাঙ্গা সার্কেল সহকারী পুলিশ সুপার আবু জাফর মোহাম্মদ ছালেহ, পানছড়ি থানার অফিসার ইনচার্জ মো: শফিউল আজম, উপজলা প্যানেল চেয়ারম্যান চন্দ্র দেব চাকমা, মহিলা ভাইস চেয়ারম্যান মনিতা ত্রিপুরা, উপজেলা সমাজ সেবা অফিসার শামছুল আলম প্রমুখ। অনুষ্ঠানে শেষে পুলিশ সুপার মুক্তা ধর পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয়ে সাইবার বুলিং, বাল্য বিবাহ ও ইভটিজিং সচেতনতামুলক কর্মশালায় অংশ নেন।
আপনার মতামত লিখুন :