পুলিশের উদ্যোগ: চালু হলো ‘প্রবাসী সহায়তা ডেস্ক


admin প্রকাশের সময় : ফেব্রুয়ারি ১২, ২০২৪, ২:৫৯ অপরাহ্ন /
পুলিশের উদ্যোগ: চালু হলো ‘প্রবাসী সহায়তা ডেস্ক

 

 

প্রতিনিধি : প্রবাসীদের বিভিন্ন সমস্যা ও হয়রানির বন্ধে খাগড়াছড়ি জেলা পুলিশের উদ্যোগে চালু হলো ‘প্রবাসী সহায়তা ডেস্ক’। প্রবাসে থাকা খাগড়াছড়ি জেলার মানুষের সকল ধরনের পুলিশি সহায়তা দেবে এই ডেস্ক।

১১ ফেব্রুয়ারি রবিবার খাগড়াছড়ি পুলিশ সুপার কার্যালয়ে ‘প্রবাসী সহায়তা ডেস্ক’ উদ্বোধন করেন পুলিশ সুপার মুক্তা ধর ।
পুলিশ সুপার বলেন ‘প্রবাসী সহায়তা ডেস্ক’-এর মাধ্যমে প্রবাসীরা ২৪ ঘণ্টা তাদের পারিবারিক সমস্যা, নিরাপত্তা বিষয়ক, পুলিশ ক্লিয়ারেন্স, আইনগত সহায়তাসহ বিভিন্ন সমস্যা ও হয়রানির বিষয়ে সব ধরনের সহায়তা প্রদান করা হবে। প্রবাসে বসেই বাংলাদেশিরা সরাসরি ফোন কিংবা হোয়াটসঅ্যাপ, ইমো, টেলিগ্রাম, ম্যাসেঞ্জারসহ নানা অনলাইনের নানা প্ল্যাটফর্মের মাধ্যমে ডেস্কের সঙ্গে যোগাযোগ করে সহায়তা পাবেন। যখনই দেশের অর্থনৈতিক সমৃদ্ধির কথা আসে, তখন সবাই একবাক্যে রেমিটেন্সের কথা স্বীকার করে। দেশের অর্থনৈতিক গতিশীলতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ নিউক্লিয়াস হিসেবে কাজ করে প্রবাসী আয়। তাই রেমিটেন্সযোদ্ধারা জাতির অহংকার ও সম্পদ।’ প্রবাসীদের অবমূল্যায়ন করার কোনো সুযোগ নেই। দেশে রেমিটেন্সযোদ্ধারা অবহেলার শিকার হবেন, প্রবাসে বসে পরিবারের নিরাপত্তাহীনতা বা অর্জিত জমি-সম্পত্তি আত্মসাতের অপচেষ্টার খবরে উদ্বিগ্ন থাকবেন, দেশে এসে হয়রানির শিকার হবেন, আইনগত বিষয়ে দুয়ারে দুয়ারে ঘুরবেন-তা কোনভাবেই কাম্য হতে পারে না। তাদের সহযোগিতা করা আমাদের সবার নৈতিক দায়িত্ব। সেই বোধ থেকেই সহায়তা ডেস্কের মাধ্যমে প্রবাসীদের পাশে দাঁড়াতে উদ্যোগী হয়েছে খাগড়াছড়ি জেলা পুলিশ।’