শাহজাহান কবির সাজু : খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলায় এবারের এসএসসি’র ফলাফল পুন: নিরীক্ষণে জিপিএ-৫ পেয়ে মুখে হাসি ফুটেছে শাওনের। শাওনের পুরো নাম সানজিদা সুলতানা। ৩নং পানছড়ি ইউপির নিকাহ রেজিস্টার মো: রবিউল ইসলাম ও কুলসুম আক্তারের মেয়ে শাওন। তার ফলাফলে মা-বাবাও দারুণ খুশী। শাওন পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থী ছিল। তার রোল ৫৪৯৭৪৭ ও রেজি: নং- ২০১৪৭৬৭০৯০।
পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয়রে প্রধান শিক্ষক অলি আহমেদ জানান, শাওন ছিল বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী। বিদ্যালয়ে বরাবরই সে ভালো রেজাল্ট করতো। জিপিএ-৫ ছিল নায্য পাওনা। তার পূর্বের পয়েন্ট ছিল জিপিএ ৪.৮৯। ২৮’আগস্টের পুন: নিরীক্ষনের ফলাফলে সে জিপিএ-৫ পেয়েছে তাই আমি ও বিদ্যালয়ের সকল শিক্ষকবৃন্দ খুশী। মা-বাবা ও শিক্ষকদের মুখে হাসি ফুটাতে পেরে শাওন খুব আনন্দিত বলে জানালেন। ভবিষ্যতেও ভালো রেজাল্ট করবে বলে সে আশাবাদী। পানছড়িতে এবারের এসএসসিতে ৯৫৩ জন অংশ নিয়ে পাশ করেছে ৫২৮ জন। এর মাঝে জেনারেল শাখায় পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয় থেকে ২ ও পানছড়ি সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের কারিগরি শাখা থেকে ১ জন সহ মোট ৩ জন জিপিএ-৫ অর্জন করে।
আপনার মতামত লিখুন :