প্রতিনিধি : পার্বত্য চট্টগ্রাম শান্তিচুতক্তির ২৬বছর পূর্তির উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। ১৫ নভেম্বর নভেম্বর দুপুরে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের আয়োজনে পরিষদ সম্মেলন কক্ষে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। প্রস্তুতি সভায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা টিটন খীসা।
এ সময় মূখ্য নির্বাহী কর্মকতা সুমন চৌধুরী, জেলা পরিষদ সদস্য কল্যান মিত্র বড়ুযা, সদস্য শতরুপা চাকমা, সদস্য নীলোৎপল খীসা, সদস্য খোকনেশ্বর ত্রিপুরা এবং পরিষদের জনসংযোগ কর্মকর্তা চিংলামং চৌধুরীসহ জেলার সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :