শাহজাহান কবির সাজু : খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলায় চিকিৎসক ও নার্স সংকটের কারণে কাঙ্খিত চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে উপজেলার প্রায় সত্তর হাজার জনগণ। উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, ১০ শয্যা বিশিষ্ট পানছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের পদ রয়েছে ১৩টি। কিন্তু চিকিৎসক রয়েছেন মাত্র ৫ জন। নার্সের পদসংখ্যা রয়েছে ২৫জন। কর্মস্থলে আছেন মাত্র ৫জন। তাও আবার ২জন রয়েছে মাতৃত্বকালীন ছুটিতে। ডেন্টাল বিভাগ থাকলেও নেই কোন ডেন্টাল সার্জন। নেই কোন প্রমিলা চিকিৎসক। তাই প্রমিলা রোগীরা চিকিৎসা সেবা নিতে এসে পুরুষ ডাক্তার দেখে অনেকেই চিকিৎসা না নিয়েই ফিরে যান। এছাড়া নির্ভুল রোগ নির্নয়ে এক্স-রে ও আলট্ট্রাসনোগ্রাম মেশিন না থাকায় হতদরিদ্র, অসহায়, বিত্তহীন ও নিম্ন আয়ের শ্রেণীর রোগীরা পড়েছে বিপাকে। খাগড়াছড়ি জেলা সিভিল সার্জন মো: ছাবের হোসেন জানান, ৪২’তম বিসিএস থেকে ৫৯জন মেডিকেল অফিসার হিসেবে খাগড়াছড়ি জেলা বিভিন্ন উপজেলায় নিয়োগ দেয়া হয়েছে। যার মাঝে উচ্চতর ডিগ্রী অর্জন করতে ৩০ জন রয়েছে জেলার বাহিরে। তাই পুরো জেলা ব্যাপী রয়েছে ডাক্তার সংকট। তবে বিভাগীয় পরিচালকের কার্যালয় থেকে আমাদের কাছে চাহিদা দিতে বলেছে। আশা করছি ডাক্তারের যে সংকট রয়েছে সেটা কেটে যাবে।
আপনার মতামত লিখুন :