শাহজাহান কবির সাজু : খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলায় বন্যা কবলিত অর্ধ শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে পানছড়ি ব্যাটালিয়ন (৩’বিজিবি)। পানছড়ি ব্যাটালিয়নের প্রশাসনিক দায়িত্বপূর্ণ পানছড়ি বাজার এলাকায় ক্ষতিগ্রস্থ, অসহায়, হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। ২৩’আগস্ট শুক্রবার বিকেল ৪’টায় পানছড়ির চেংগী ব্রীজ এলাকায় এসব সামগ্রী বিতরণ করেন পানছড়ি ব্যাটালিয়ন ও লোগাং জোন কমান্ডার লে: কর্ণেল মো: মফিজুর রহমান ভূঁইয়া। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজ-খবর নেন এবং ভবিষ্যতে এ ধরণের কার্যক্রম চলমান থাকবে বলেও সকলকে আশ^স্থ করেন। খাদ্য সামগ্রী নিতে আসা পদ্মা দেবী ত্রিপুরা, আয়েশ্ াখাতুন, ঝিনু দে, অনিতা ত্রিপুরা বিজিবির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
আপনার মতামত লিখুন :