প্রতিনিধি: সামাজিক যোগাযোগ মাধ্যমে আল্লাহ ও রাসুল (স:) কে নিয়ে কটুক্তির প্রতিবাদে খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। পানছড়ি বাজার জামে মসজিদ এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। ২৮’আগস্ট বুধবার সকাল দশটা থেকে বিক্ষোভ ও প্রতিবাদ সভায় যোগ দেয় পানছড়ির সর্বস্তরের হাজার হাজার মুসলিম তাওহীদি জনতা। মিছিল পরবর্তী প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় জিয়া স্কয়ারে। পানছড়ি ইউনিয়ন ইমাম ও ওলামা পরিষদের সাধারণ সম্পাদক মো: সিরাজুল ইসলামের সঞ্চালনায় প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন, পানছড়ি বাজার জামে মসজিদের ইমাম মাওলানা মো: দলিলুর রহমান। সভায় বক্তব্য রাখেন তেঁতুলটিলা জামে মসজিদের ইমাম, হাফেজ মো: নুরুজ্জামান, মধ্যনগর মাদ্রাসা মসজিদের, ইমাম মুফতি মাওলানা মো: মহিউদ্দিন, দমদম মসজিদের ইমাম মাওলানা মো: আনোয়ার হোসেন, নুরুল কায়েশ শিমুল, মোহাম্মদ মহসিন প্রমুখ। এতে আল্লাহ ও রাসুল (স:) কে নিয়ে কটুক্তিকারী সুইডেন চাকমা’কে গ্রেফতার পূর্বক দৃষ্ঠান্ত মুলক শাস্তির দাবী জানিয়ে বক্তারা বলেন, তাওহীদি জনতার বিক্ষোভ ও প্রতিবাদ শুধু কটুক্তিকারীর বিরুদ্ধে। আগামী শুক্রবারের মধ্যে তাকে আটক করে আইনের আওতায় আনা না হলে পরবর্তী কর্মসূচী ঘোষনা করা হবে বলেও বক্তারা জানান |
আপনার মতামত লিখুন :