পানছড়িতে কাঁশফুলের দোলা


admin প্রকাশের সময় : সেপ্টেম্বর ৬, ২০২২, ৫:৫৪ অপরাহ্ন /
পানছড়িতে কাঁশফুলের দোলা

শাহজাহান কবির সাজু  :পানছড়ির বিভিন্ন জলাশয়ে ফুটে আছে হরেক রঙের শাপলা-পদ্ম, ডাঙায় জুঁই-শিউলি আর ধানের মাঠে মৃদু হাওয়ায় দোলছে আমনের সবুজ চারা। পাশাপাশি শরতের রূপমাধুরীর পরিপূর্ণতা দিয়েছে থোকায় থোকায় ফুটে থাকা কাঁশফুল। শরতের আগমনী বার্তা লগ্নেই পানছড়ির বিভিন্ন এলাকায় প্রকৃতিতে ফিরে আসে সতেজতা। উপজেলার লোগাং, চেংগী, পানছড়ি, লতিবান ও উল্টাছড়ি ইউপির বিভিন্ন এলাকার কাঁশফুল দোলার দৃশ্য মন মাতিয়ে তোলে। বিশেষ করে চেংগী নদীর দু’কিনারায় থোকায় থোকায় ফোটে থাকা কাঁশফুল এক নজরেই মন কেড়ে নেয়।
চেংগী ইউপির তারাবনছড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পাশ দিয়ে বয়ে চলা চেংগী ধারে বিশালাকার এলাকাজুড়ে কাঁশফুলের মাঠ। চেংগীর হাঁটু সমান স্বচ্ছ জলে কয়েক শিশু গোসলের পাশাপাশি কাঁশফুলে ছিটিয়ে মারছে পানি। এ যেন এক অপূর্ব দুরন্তপনা। পাশেই দেখা মিলে কলেজ ছাত্র সমর, জ্যোতিষ্ক ও বিবেক চাকমার। রোজ বিকেলে সুযোগ পেলেই তারা ছুটে আসে। বন্ধু-বান্ধব নিয়ে প্রায়ই তারা উপভোগে আসে। শরতে বৃষ্টির লুকোচুরিতে কাঁশফুলের দোলা প্রকৃতির রূপ পাল্টিয়ে দেয় বলে তারা জানায়। পানছড়ি থানার এসআই মুহিউদ্দিন দম্পত্তি জানান, পানছড়িতে দেখা সবকটি কাঁশবাগান দৃষ্টিনন্দন। তাই সময় পেলে চেংগী পাড়ের ফোটা ফুলগুলো উপভোগে ছুটে আসেন তিনি।