পানছড়ি নিবন্ধিত জেলেদের মাঝে ছাগল বিতরণ


admin প্রকাশের সময় : মার্চ ২৯, ২০২৪, ৩:৩৬ অপরাহ্ন /
পানছড়ি নিবন্ধিত জেলেদের মাঝে ছাগল বিতরণ

শাহজাহান কবির সাজু : পানছড়ি উপজেলার নিবন্ধিত ১৭টি জেলে পরিবারের মাঝে ৪টি করে ছাগল বিতরণ করা হয়েছে। এর বাস্তবায়নে ছিল পানছড়ি উপজেলা মৎস্য দপ্তর। ২৮’মার্চ বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ এলাকায় নিবন্ধিত মৎস্যজীবিদের হাতে ছাগল তুলে দেয়া হয়।
জানা যায়, পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে মৎস্য সম্পদ উন্নয়ন প্রকল্প এর আওতায় দরিদ্র জেলেদের বিকল্প কর্মসংস্থানের জন্য পারিবারিক পর্যায়ে সহায়তা প্রদানে উপকরণ বিতরণ করা হয়। উপজেলা নিবাহী অফিসার অঞ্জন দাশ, উপজেলা প্যানেল চেয়ারম্যান চন্দ্র দেব চাকমা, মহিলা ভাইস চেয়ারম্যান মনিতা ত্রিপুরা, প্রকল্পের সহকারী পরিচালক শরৎ কুমার ত্রিপুরা, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা সমাপন চাকমা ও উপজেলা মৎস্য কর্মকর্তা প্রিয় কান্তি চাকমা উপস্থিত থেকে সুবিধাভোগীদের মাঝে ছাগল বিতরণ করেন। এ সময় উপজেলা নির্বাহী অফিসার অঞ্জন দাশ বলেন, সরকার যে সহায়তা দিচ্ছে তা কোন ভাবে অপচয় করা যাবে না। সঠিক ব্যবহারের মাধ্যমে উৎপাদন বাড়ানোর পরামর্শ দেন তিনি।